বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসগড়া জয় ভারতের

ক্রীড়া ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসগড়া জয় ভারতের

ইংল্যান্ডকে ৫৫৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো দলকে দেওয়া এটিই ভারতের সবচেয়ে বড় লক্ষ্য। রেকর্ড লক্ষ্য দেওয়ার ম্যাচে রোহিত শর্মার দল জয়টিও পেয়েছে রেকর্ড গড়েই। রোববার রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানের ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে ভারতীয়রা।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের হিসাবে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়েছিল ভারত। ওয়াংখেড়েতে ভারতের দেওয়া ৫৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারী নিউজিল্যান্ড অলআউট হয়ে গেছে ১৬৭ রানে। এতদিন এটিই ছিল রানের হিসেবে ভারতীয়দের সবচেয়ে বড় জয়। এর আগে দুই ইনিংস ব্যাট করে ভারতের দেওয়া বড় রেকর্ডটি ছিল শ্রীলংকার বিপক্ষে। ২০১৭ সালে লঙ্কানদের ৫৫০ রানের লক্ষ্য দিয়েছিল রোহিতরা। সেই ম্যাচে ভারত জিতেছে ৩০৪ রানে।

পিঠের অস্বস্তিতে রাজকোট টেস্টে শনিবার আহত অবসরে যাওয়া যশস্বী জয়সওয়াল ক্রিজে ফিরে চালালেন তান্ডব। টেস্টে ইতিহাসে ব্যক্তিগত ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ে হাঁকালেন টানা দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। তাতে প্রতিপক্ষকে সাড়ে পাঁচশ ছাড়ানো পাহাড়সম কঠিন লক্ষ্য ছুড়ে দিল ভারত। সেটা তাড়ায় একটুও সুবিধা করতে পারল না ইংল্যান্ড। বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার স্পিন বিষে কাবু হয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তারা।

রাজকোটে রোববার সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে অনায়াস জয় পেয়েছে ভারত। তারা সফরকারীদের হারিয়েছে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে। টেস্ট ক্রিকেটে রানের হিসাবে এটাই তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের লাগাম মুঠোয় রাখা ভারত প্রথম ইনিংসে ৪৪৫ রান করে ইংল্যান্ডকে গুটিয়ে দেয় ৩১৯ রানে। ১২৬ রানের বিশাল লিড পাওয়ার পর ৪ উইকেটে ৪৩০ রান তুলে এদিন চা বিরতির আগে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে ইংলিশদের সামনে দাঁড়ায় ৫৫৭ রানের লক্ষ্য ছোঁয়ার দুরূহ চ্যালেঞ্জ। কিন্তু প্রতিপক্ষের স্পিনে কাবু হয়ে তারা ৩৯.৪ ওভারে স্রেফ ১২২ রানে থেমে যায় বেন স্টোকসের দলের দ্বিতীয় ইনিংস। ফলে ভারতও পেয়ে যায় ৪৩৪ রানের বড় জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে