'প্রথম দিনেই কালো আর্মব্যান্ড পরা উচিত ছিল ভারতের'
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক দত্তজিরাও গায়কোয়াড়ের মৃতু্যতে জার্সিতে কালো আর্মব্যান্ড পরে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট শুরুর একদিন আগে গায়কোয়াড় মারা গেলেও শ্রদ্ধা জানাতে ম্যাচের তৃতীয় দিনে জার্সিতে কালো আর্মব্যান্ড পরেন রোহিত-জাদেজারা। তাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর বেশ চটেছেন আরেক সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিনে শনিবার টিম ইন্ডিয়া মাঠে নামার সময় ধারাভাষ্য কক্ষে গাভাস্কার বলেছেন, 'কখনো না হওয়ার চেয়ে দেরিতে কিছু হওয়াও ভালো। তবে বিসিসিআইয়ের এটা প্রথম দিনেই করা উচিত ছিল। তিনি পাঁচ ম্যাচের সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন। এর মধ্যে চারটিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, অন্যটিতে পঙ্কজ রায়।'
এর আগে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে বিসিসিআই এক বিবৃতিতে জানায়, 'ভারতের সাবেক অধিনায়ক, ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার দত্তজিরাও গায়কোয়াড় সম্প্রতি মারা গেছেন। তার স্মরণে ভারতীয় দল আজ কালো আর্মব্যান্ড পরে খেলতে নামছে।'