নারিন-রাসেলকে পেয়ে আরও শক্তিশালী কুমিলস্না
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ সময়ে চেনা দুই পরীক্ষিত সেনানীকে দলে পেল কুমিলস্না ভিক্টোরিয়ান্স। শক্তি-সামর্থ্যে এমনিতেই দাপুটে দলটি আরও সমৃদ্ধ হলো আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে পেয়ে। জমে ওঠা লড়াইয়ে উত্তাপ ছড়াতে বাংলাদেশে পা রেখেছেন টি২০'র দুই ফেরিওয়ালা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। শনিবার চট্টগ্রামে টিম হোটেলে পৌঁছে গেছেন দুই মহাতারকা। সব ঠিক থাকলে কুমিলস্নার পরের ম্যাচেই খেলতে দেখা যাবে দুই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। শনিবার নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুমিলস্নার ফ্র্যাঞ্চাইজি। এতে করে আরও শক্তিশালী দলে পরিণত হয়েছে চ্যাম্পিয়ন দলটি।
গত বছরের সেপ্টেম্বরে এ দুই ক্যারিবিয়ানকে নিজেদের শিবিরে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল কুমিলস্না। তবে ইন্টারন্যাশনাল লিগ টি২০-তে খেলায় বিপিএলের শুরুতে যোগ দিতে পারেননি তারা। যদিও সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগটির পর্দা এখনো নামেনি। শনিবার এমআই এমিরাত ও দুবাই ক্যাপিটালসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে আসর। তবে রাসেল ও নারিনের দল আবুধাবি নাইট রাইডার্স পেস্ন-অফ থেকে ছিটকে পড়ায় তারা কিছুটা আগেই যোগ দিতে পেরেছেন বিপিএলে। রাসেল অবশ্য এর মধ্যে জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজের দায়িত্ব পালন করে কুমিলস্না শিবিরে যোগ দিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রম্নয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিলস্না শিবিরে দেখা যাবে রাসেল ও নারিনকে। ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফ্র্যাঞ্চাইজিটির পেস্ন অফে খেলা একপ্রকার নিশ্চিত। গ্রম্নপ পর্বে হাতে বাকি আছে আরও তিন ম্যাচ। পেস্ন-অফের পর ফাইনালেও পা রাখলে ম্যাচ সংখ্যা বেড়ে হবে পাঁচ থেকে ছয়।
গত আসরে দুজনই কুমিলস্নার হয়ে খেলেছিলেন শেষ দিকের ৪টি করে ম্যাচ। এবার নিয়ে ষষ্ঠবার বিপিএলে খেলবেন নারিন। প্রথমবার খেলেছিলেন তিনি কুমিলস্না ভিক্টোরিয়ান্সের হয়েই ২০১৫ আসরে। সেবার চারটি ম্যাচে খেলেছিলেন এই স্পিনিং অলরাউন্ডার। পরে ২০১৭ ও ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন তিনি। সবশেষ দুই আসরে খেলেন আবার কুমিলস্না ভিক্টোরিয়ান্সে
রাসেলের সঙ্গে বিপিএলের সংযোগ একদম প্রথম আসরেই। সেবার ঢাকা গস্ন্যাডিয়েটর্সের হয়ে ৮টি ম্যাচে দেখা যায় তাকে। পরে ২০১৫ আসরে তিনটি ম্যাচ খেলেন কুমিলস্না ভিক্টোরিয়ান্সে। পরে ২০১৬ ও ২০১৯ আসরে মাঠে নামেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। ২০১৯-২০ বিপিএলে রাজশাহী রয়্যালসকে নেতৃত্ব দেন তিনি শিরোপা জয়ে। ২০২২ আসরে মিনিস্টার গ্রম্নপ ঢাকার হয়ে খেলে গত মৌসুমে আবার ফিরে যান কুমিলস্নায়। এবারও তাই ঠিকানা সেই ফ্র্যাঞ্চাইজি।
কুমিলস্নার বিদেশি ক্রিকেটারদের তালিকায় আগে থেকেই আছেন মইন আলি, উইল জ্যাকস, জনসন চার্লসের মতো তারকারা। এছাড়াও ক্যারিবিয়ান পেসার ম্যাথু ফোর্ড, ইংলিশ ব্যাটসম্যান ব্রম্নক গেস্ট আছেন তাদের দলে। ৯ ম্যাচে ৭ জয় নিয়ে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে আছে কুমিলস্না। তাদের পেস্ন অফে যাওয়া এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও বাস্তব কোনো শঙ্কা সেভাবে নেই।