শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ওমানে ২২ কোটি টাকার টুর্নামেন্টে অনিশ্চিত সিদ্দিকুর

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ওমানে ২২ কোটি টাকার টুর্নামেন্টে অনিশ্চিত সিদ্দিকুর

ওমানে ২২ ফেব্রম্নয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল সিরিজ ওমান। যেখানে খেলার জন্য আবেদন করেছেন বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান। তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশি টাকায় প্রায় ২২ কোটি মূল্যের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ওমানের ভিসা পাচ্ছেন না সিদ্দিকুর। এর কারণ গত বছরের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান।  নতুন নিয়মের কারণে ওমানে এশিয়ান টু্যর গলফে অংশ নেওয়া অনিশ্চিত সিদ্দিকুরের।

দেশসেরা গলফার বর্তমানে খেলছেন মালয়েশিয়ার আইআরএস প্রিমা মালয়েশিয়ান ওপেন টুর্নামেন্টে। এই প্রতিযোগিতা শেষ হলে ওমানে ২২ ফেব্রম্নয়ারি শুরু হবে ইন্টারন্যাশনাল সিরিজ, তা খেলতে ওমানে যাওয়ার কথা।

মালয়েশিয়া থেকে সিদ্দিকুর শুক্রবার  বলেছেন,'ওমানের টুর্নামেন্ট আমি গত বছর খেলেছি। সেবার ভিসা পেয়েছিলাম। কিন্তু এবার ভিসা পেতে একটু সমস্যা হচ্ছে। এবার নাকি বাংলাদেশিদের কোনো ভিসা দিচ্ছে না। আমি অনলাইনে ভিসার আবেদনই করতে পারছি না। এশিয়ান টু্যর কর্তৃপক্ষও চেষ্টা করছে। কিন্তু ওরাও কোনোভাবে পারেনি। এখন খেলতে পারব কিনা জানি না। এশিয়ান টু্যর থেকে আর কিছু করা সম্ভব না বলে আমাকে জানিয়েছে।'

এরই মধ্যে ওমানে নিজের ও ক্যাডির জন্য হোটেল বুকিং দিয়েছেন সিদ্দিকুর। বিমান টিকিটও কাটা হয়েছে। এজন্য ৪ হাজার ইউএস ডলার (প্রায় সাড়ে ৪ লাখ টাকা) খরচ হয়েছে তার। এই টুর্নামেন্টে খেলা নিয়ে সংশয়ে আছেন সিদ্দিকুর, 'এটা একটা বড় মাপের টুর্নামেন্ট। এখানে শেষ পর্যন্ত খেলা হবে কিনা বুঝতে পারছি না। ভীষণ দুশ্চিন্তায় আছি। খেলতে পারলে নিজের জন্য ভালো হতো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে