ঢাকাকে হতাশায় ডুবিয়ে ৫ ম্যাচ পর জয়ে ফিরল খুলনা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিপিএলে চট্টগ্রামে শুক্রবার ঢাকার বিপক্ষে উইকেট পাওয়ার পর খুলনার খেলোয়াড়দের উচ্ছ্বাস - সংগৃহীত
টানা চারটি ম্যাচ জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উড়ন্ত সূচনা পেয়েছিল খুলনা টাইগার্স। কিন্তু এরপর কী যেন হয়ে যায় দলটির। উল্টো টানা পাঁচটি ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়ে তারা। তবে বোলারদের সৌজন্যে আবার জয়ের ধারায় ফিরেছে তারা। টানা হারের রেকর্ড গড়া দুর্দান্ত ঢাকাকে আরও একটি হার উপহার দিয়েছে খুলনা। ১৯ রানে ৩ উইকেট তুলে নেওয়ায় ওয়েইন পার্নেল ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন। এতে পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল বিজয়ের দল। অন্যদিকে টানা দশম হারের তিতো স্বাদ পেয়েছে রাজধানীর দলটি। চট্টগ্রামকে হটিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে খুলনা। দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল দুর্দান্ত ঢাকা। আসরে মাত্র এক ম্যাচ বাকি আছে ফ্র্যাঞ্চাইজিটির, কিন্তু জয় সেই প্রথমটিই! ম্যাচ বাড়তে থাকে, ঢাকার দুর্বলতাও যেন বাড়ে। অবস্থান এমন, টানা হারতে থাকা দলগুলোও অপেক্ষা করতে থাকে ঢাকার জন্য। যেন ঢাকা মানেই নিশ্চিত জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে সাত উইকেটে ১২৮ রান সংগ্রহ করে দুর্দান্ত ঢাকা। জবাবে মাত্র ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় খুলনা। বাকি ছিল আরো ২৮ বল। সিলেট পর্বে ৩২ বল হাতে রেখে ঢাকাকে ১০ উইকেটে হারিয়েছিল খুলনা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ইনিংসের প্রথম বলেই বোল্ড আউট হন এনামুল হক বিজয়। এ দিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ইভেন লুইস। ৩ বলে ৪ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়ে শরিফুলের দ্বিতীয় শিকার হন এই ক্যারিবিয়ান ব্যাটার। তৃতীয় উইকেটে ব্যাট চালাতে থাকেন পারভেজ ইমান। ৩০ বলে ৪০ রান করেন তিনি। ডি সিলভাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শাই হোপ। ২৮ বলে ৩২ রান করে খুলনাকে জয়ের পথে এগিয়ে দেন তিনি। এরপর ব্যাট চালাতে থাকেন আফিফ হোসেন। শেষ পর্যন্ত পার্নেলের ৫ বলে ৫ রান এবং আফিফের ২১ বলের অপরাজিত ৪৩ রানে ভর করে ২৩ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। দুর্দান্ত ঢাকার হয়ে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দু'টি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও এক উইকেট নেন চাতুরাঙ্গা ডি সিলভা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। ১১ বলে ৫ রান করে নাঈম শেখ আউট হলে, ডাক আউট হয়ে তাকে সঙ্গ দেন সাইফ হাসান। অ্যালেক্স রোসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ওপেনার অ্যাডম রোসিংটন। ১২ বলে ১৮ রান রোসিংটন আউট হলে, রোসকে সঙ্গ দেন ইরফান শুক্কুর। ২৬ বলে ২৫ রান করে ইরফান আউট হলে, ৩৫ বলে ২৫ রান করে রান আউট হন রোস। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শন উইলিয়ামস। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের ২৩ বলে ২৬ রান এবং চাতুরাঙ্গা ডি সিলভার ১১ বলে অপরাজিত ১৭ রানে ভর করে সাত উইকেট হারিয়ে ১২৮ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা। সংক্ষিপ্ত স্কোর দুর্দান্ত ঢাকা ২০ ওভারে ১২৮/৭ (নাঈম শেখ ৫, রসিংটন ১৮, সাইফ ০, রস ২৫, ইরফান ২৫, উইলিয়ামস ০, মোসাদ্দেক ২৬, চাতুরাঙ্গা ১৭*, আলাউদ্দিন ২*; নাহিদুল ০/২৮, পার্নেল ৩/১৯, আরিফ ০/৪১, টম্‌স ০/১৮, মুকিদুল ৩/১৮)। খুলনা টাইগার্স ১৫.২ ওভারে ১৩১/৫ (লুইস ৪, বিজয় ০, পারভেজ ৪০, হোপ ৩২, আফিফ ৪৩*, জয় ২, পার্নেল ৫*; শরিফুল ২/১৭, তাসকিন ২/২৭, চাতুরাঙ্গা ১/৩৫, মোসাদ্দেক ০/৩৬, আলাউদ্দিন ০/১২)। ফল খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী ম্যাচসেরা ওয়েইন পার্নেল।