মোহামেডান টেন্টে হকির বাজপাখি শাহবাজ!

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
হকি টার্ফে তাকে বলা হতো বাজপাখি। স্টিকের কৌশলে প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নিতে সিদ্ধহস্ত ছিলেন পাকিস্তানের শাহবাজ আহমেদ। ঢাকায় খেলেছেন মোহামেডানের হয়ে। ফ্র্যাঞ্চাইজি হকিতে কোচ ছিলেন মোনার্ক পদ্মার। আরও একবার ঢাকায় দেখা যেতে পারে হকির ম্যারাডোনা খ্যাত শাহবাজকে। জানা গেছে, আসন্ন হকি প্রিমিয়ার লিগে মোহামেডানের উপদেষ্টা হিসেবে আসতে পারেন ৫৫ বছর বয়সি সাবেক এই হকি তারকা। কেবল শাহবাজই নন, খেলোয়াড় হিসেবে মোহাম্মদ আসিমকে আনার চেষ্টা করছে সাদা কালো শিবির। ইতোমধ্যে এই দু'জনের ভিসার জন্য পাকিস্তানের করাচি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে চিঠিও দিয়েছেন মোহামেডানের কর্মকর্তারা। ১৯৯৪ সালে সিডনিতে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করান শাহবাজ। ১৯৯২ সালে বার্সেলোনায় অনুষ্ঠিত অলিম্পিক গেমসে নিজ দেশকে ব্রোঞ্জ জেতান। ১৯৯৪ থেকে '৯৬, তিন মৌসুম ঢাকায় এসে খেলেছিলেন জায়ান্ট ক্লাব মোহামেডানের হয়ে। ২০২২ সালে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হকির ফ্র্যাঞ্চাইজি লিগে মোনার্ক পদ্মায় কোচ হিসেবে কাজ করেছেন। তবে প্রিমিয়ার হকিতে এবারই কোন ক্লাবের হয়ে প্রথমবার ঢাকায় আসতে পারেন শাহবাজ।