কোয়ার্টারের আগেই দেখা হচ্ছে বসুন্ধরা-রহমতগঞ্জের
প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে। তবে তার আগেই এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগে। তাতে করে সুবিধাই হয়েছে। টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লিগে একে অপরের শক্তি সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পাচ্ছে এই দুই দল। আজ থেকে শুরু হতে যাচ্ছে লিগের অষ্টম রাউন্ড। সন্ধ্যা ৫.১৫ মিনিটে কিংস অ্যারেনাতে মৌসুমে প্রথমবারের মতো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরার বিপক্ষে খেলতে যাচ্ছে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ। এর আগে দুপুর ৩টায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস এফসির বিপক্ষে খেলবে পুলিশ ফুটবল ক্লাব।
প্রিমিয়ার লিগে মোহামেডানের কাছে একমাত্র হারের কারণে অপরাজিত থাকার গৌরব ধরে রাখতে পারেনি বসুন্ধরা কিংস। তবে পরের ম্যাচেই পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে কিংসরা। ৭ ম্যাচে ৬টি জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। আজকের ম্যাচের প্রতিপক্ষ রহমতগঞ্জ কাগজে-কলমে কিংস থেকে পিছিয়ে। তবে যে মোহামেডানের কাছে কিংসের একমাত্র হার। গত রাউন্ডে সেই মোহামেডানের সঙ্গেই ১-১ গোলে ড্র করে উজ্জীবিত আছে রহমতগঞ্জ। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং। ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আরেক ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। বড় দল গড়েও এবারের মৌসুমে বারবার ছন্দপতন ঘটছে ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটির। যদিও কিংসের কাছে হারের পর টানা দুই ম্যাচে জিতেছে আবাহনী। তবে গত রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের মতো দুর্বল শক্তির দলের সঙ্গেই রীতিমতো ঘাম ঝরিয়ে ৩ পয়েন্ট অর্জন করতে হয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানীর শিষ্যদের। মাত্র তিন দিন আগেই ফেডারেশন কাপে চীরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছেও হেরে গেছে আবাহনী। সব মিলে খুব একটা ছন্দে নেই আকাশী-নীলরা। চতুর্থ স্থানে থাকা চট্টগ্রাম আবাহনীর ৯ পয়েন্ট। প্রথম দুই ম্যাচে হারলেও এরপর থেকে টানা ৫টি ম্যাচে কোনো দল তাদের হারাতে পারেনি। যদিও এর মধ্যে ৩টি ম্যাচই ড্র। তবে গত দুই ম্যাচে জামাল ও শেখ রাসেলকে হারিয়ে দিয়ে চমক দেখিয়েছে বন্দর নগরীর দলটি। পঞ্চম স্থানে থাকা শেখ জামালেরও সমান ৯ পয়েন্ট। তবে চট্টলা থেকে গোল গড়ে পিছিয়ে আছে তারা।