বিপিএলে চট্টগ্রাম পর্বের খেলা চলছে। প্রথম দুই দিনের খেলা শেষে গতকাল বৃহস্পতিবার ছিল বিরতি। এরই মধ্যে ঘটে গেছে অনাকাঙ্খিত ঘটনা। নুরুল হাসান সোহানের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটারের হাতাহাতির গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই গুঞ্জনের সত্যতাপ্রমাণের আগেই বিতর্কিত কান্ডে জড়ালেন সিলেট স্ট্রাইকার্সের বিদেশি রিক্রুট সামিত প্যাটেল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলন করতে আসে সিলেট স্ট্রাইকার্স দলের ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন সিলেটের ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। সাক্ষাৎকার শেষ করার কয়েক মিনিট পর কোন এক কারণে রেগে যান সামিত। সাংবাদিককে ডেকে এনে সাক্ষাৎকার প্রকাশ করতে না বলেন। এরপর তার উপস্থিতিতেই রেকর্ড করা সাক্ষাৎকারের অডিও ক্লিপস ডিলিট করেন।
শুধু তাই নয়, বাংলাদেশের গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার। তাৎক্ষণিকভাবে সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিস ইকবাল ও দলের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান বিষয়টি সমাধানের পদক্ষেপ নেন। তারা উভয়ে ক্রিকেটার সামিত প্যাটেলের সঙ্গে কথা বলেন।
পরে সামিত তার নিজের ভুল বুঝতে পেরে গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে তিনি এ ধরনের ঘটনা যেন না ঘটে সেই দিকে সজাগ থাকবেন বলে প্রতিজ্ঞা করেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কেউ না ঘটায় এই ব্যাপারে দলের সব ক্রিকেটার ও সংশ্লিষ্ট স্টাফদের সর্তক করেন সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার।