হোটেলে ক্যারিবীয় ক্রিকেটারের সঙ্গে হাতাহাতি সোহানের!
প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রামেরর্ যাডিসন হোটেলে অবস্থান করছে এবারের বিপিএলের ৫ দল। ফলে হোটেলের লবিতে সবসময় লেগে থাকে উৎসবমুখর পরিবেশ। তবে এমন পরিবেশেও ঘটে যায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। জানা গেছে, একটি ছোট বিষয় নিয়ে এক ক্যারিবীয় ক্রিকেটারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।
নিজ নিজ দলের খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজিরা আগলে রাখে। তবে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়। সোহানের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটারের দ্বন্দ্বে জড়ানোর কারণ মূলত রুম নিয়ে। রংপুরের অধিনায়ক ভুল করে অন্য রুমে ঢুকে যান। কুমিলস্না ভিক্টোরিয়ান্সের ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথিউ ফোর্ডের রুমে সোহানের ঢুকে যাওয়ার বিষয়টি পছন্দ হয়নি। পরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে যায় বিষয়টি। যদিও পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা।
এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন রংপুর রাইডার্স ম্যানেজমেন্টের সদস্য সাহনিয়ান তানিম। দলের অনুশীলনের এক পর্যায়ে কথা বলেছেন রংপুরের ম্যানেজার শাহনিয়ান তানিন। সেখানে সোহানের হাতাহাতির ঘটনার ব্যাখ্যা জানতে চান সাংবাদিকরা।
জবাবে তিনি বলেন, 'সত্যি বলতে হোটেলে এমন কিছু ঘটেনি, যা নিয়ে নিউজ করার দরকার ছিল। আমাদের সব দলের ক্রিকেটারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। আমরা একটা হোটেলে পাঁচ দল থাকছি। সব সময় তাদের সঙ্গে ফ্লোরে দেখা হয়, কথা হয়। তাদের সঙ্গে অনেক আড্ডা হয়। সোহানের সাথে তেমনটাই হয়েছে।'
'কিন্তু মিডিয়াতে যেমনটা বলা হচ্ছে সোহানের সঙ্গে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এসব পুরোটাই ভুল। কারণ, আমি সেখানেই ছিলাম।'
এমন উত্তরের পর তার সামনে আসলে কী ঘটে ছিল জানাতে চেয়ে পাল্টা প্রশ্ন করা হয় তানিনকে। তিনি বলেন, 'দেখেন আমাদের ঐতিহ্য এবং বিদেশি বা ইউরোপের ঐতিহ্য এক না। সোহান আমার রুমে আসতে চাচ্ছিল। সে আমার রুম খুঁজছিল। সে সময় ওই খেলোয়াড়ের সঙ্গে তার দেখা হয়।'
'এ সময় সোহানকে সে কিছুটা বলে। এটা নিয়ে দুজনের মধ্যে একটু কথা হচ্ছিল। আমরা চার পাঁচজন সেখানে উপস্থিত ছিলাম। আমি এবং কুমিলস্নার মিডিয়া ম্যানেজার বিষয়টি নিয়ে তাদের সঙ্গে মজা করেছি। এরপর সোহান লিফট দিয়ে তার রুমে চলে গেছে।'
দুজনের মধ্যে হাতাহাতি বা ধাক্কাধাক্কি হয়ে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এমন কিছু হয়নি। যদি হতো, ওদের দুজনের যে শক্তি আছে, হয়তো কেউ হাসপাতালে থাকত। সেখান থেকেই আপনারা জানাতে পারতেন।
তিনি আরও বলেন, 'এটা নিউজ করা মোটেও ঠিক হয়নি। যে যারা করেছে তারা আমার সঙ্গে বা রংপুরের বড় কর্মকর্তাদের সঙ্গে আগে জেনে নিতে পারত।'