জুডোতে বাংলাদেশের প্রথম স্বর্ণজয়
প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার স্বর্ণপদক জিতল বাংলাদেশের জুডো। ১০ থেকে ১৪ ফেব্রম্নয়ারি ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত জিতা-কিওই আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় জোড়া স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন জুডোকা দিপু দেওয়ান। তিনি ব্যক্তিগত +৬৬ কেজিতে এবং দলগত বিভাগে এই দু'টি স্বর্ণপদক জেতেন। এছাড়াও -৬৬ কেজিতে রুপা জেতেন। এশিয়ান জুডো ফেডারেশনের স্পোর্টস কমিশন সদস্য, সাউথ এশিয়ান জুডো ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর এবং বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদিকা কামরুন নাহার হিরু থিম্পু থেকে বলেন, 'দেশের জুডোর ইতিহাসে নাম লেখাল দিপু। সেই প্রথম কোন লাল সবুজের জুডোকা, যে বিদেশের মাটিতে স্বর্ণপদক জিতেছে। তাও আবার দু'টি। রোববার দুই জুডোকাকে নিয়ে আমি দেশে ফিরব।'