সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

শান্তকে অধিনায়ক না বানানোর কারণ জানাল সিলেট

ক্রীড়া প্রতিবেদক
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জাতীয় দলের অধিনায়ক হলেও সিলেটের অধিনায়কত্ব পাননি নাজমুল হোসেন শান্ত -সংগৃহীত

জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে অধিনায়কত্বের অভিষেক হয়েছে আরও আগেই। বয়সভিত্তিক ক্রিকেটেও দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে শান্তর। অথচ মাশরাফি বিন মর্তুজা বিদায় নেওয়ার পরও তার কাঁধে অধিনায়কত্বের ভার দেয়নি সিলেট স্ট্রাইকার্স। অধিনায়কত্ব পান মোহাম্মদ মিঠুন। শান্তকে অধিনায়কত্ব না দেওয়ার কারণ অবশেষে জানিয়েছে সিলেট।

টানা পাঁচ হার দিয়ে বিপিএল শুরু করা সিলেট পরের চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে। পেস্ন-অফের ক্ষীণ স্বপ্নটা উজ্জ্বল হতে পারে চট্টগ্রাম পর্বেই। বৃহস্পতিবার বিপিএলে কোনো ম্যাচ না থাকলেও সংবাদ সম্মেলনে আসেন সিলেটের কোচ রাজিন সালেহ। সেখানেই নানা ইসু্যর পাশাপাশি সিলেটের নেতৃত্ব নিয়েও কথা ওঠে।

জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত থাকার পরও অধিনায়ক হিসেব সিলেট দায়িত্ব দিয়েছে মোহাম্মদ মিঠুনকে। ঠিক কোন কারণে শান্তকে দায়িত্ব দেওয়া হয়নি তা পরিষ্কার করেছেন সিলেটের কোচ রাজিন। তিনি জানান, শান্তকে নির্ভার রেখে নিজের মতো করে খেলার স্বাধীনতা দিতেই অধিনায়ক করা হয়নি।

বাংলাদেশ দলের সাবেক এই তারকা বলেন, 'এটা শান্তর পক্ষ থেকে আসেনি, ম্যানেজমেন্টের পক্ষ থেকে এসেছে। টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে শান্তকে যতটা ফ্রি রাখা যায়। ওর ফ্রি ক্রিকেট যেন খেলতে পারে। এজন্যই ওকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি।'

তবে জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ককে নিজের অধীনে খেলতে দেখে দারুণ খুশি রাজিন, 'সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় তিন ফরম্যাটের ক্যাপ্টেন, এটা আমাদের জন্য বড় পাওয়া। ওকে আমি কোচিং করাচ্ছি, আমি অনেক ভাগ্যবান এবং গর্বিত। ওর সাথে সবসময় কথা হয়। আমার মনে হয় না মানসিকভাবে পিছিয়ে গেছে। একজন খেলোয়াড়ের অফ ফর্ম, খারাপ সময় যেতেই পারে। আমরা সবসময় ওর পাশে আছি। শান্ত রান করলে খেলা ডিফারেন্ট হয়ে যেত। দলের অবস্থান অন্য জায়গায় থাকত।'

সিলেটের হয়ে গতবার দারুণ বিপিএল কাটালেও এবার রানখরায় শান্ত। তবে কোচ মনে করেন দ্রম্নতই রানে ফিরবেন তিনি, 'খেলোয়াড়দের ব্যাড পঁ্যাচ গেলে তাকে ব্রেক দিতে হয়। গত ২ ম্যাচে ৩ নম্বরে খেলেছে। এমন না যে টাচে নেই, টাচে আছে। ইনশাআলস্নাহ এখান থেকে ফিরে আসবে এবং বাংলাদেশ দলকে ভালো সার্ভিস দেবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে