সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

ইমরানুর-শিরিনসহ ইরান যাচ্ছেন ৫ অ্যাথলেট

ক্রীড়া প্রতিবেদক
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইমরানুর-শিরিনসহ ইরান যাচ্ছেন ৫ অ্যাথলেট

১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আগামী ১৭-১৯ ফেব্রম্নয়ারি ইরানের তেহরানে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৫ অ্যাথলেট অংশ নেবেন। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দল ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

গত বছর কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত ১০তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ৬০ মি. স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের ইমরানুর রহমান। ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু), টিম লিডার এবং মো. জামাল হোসেন অফিসিয়াল হিসেবে অংশগ্রহণ করবেন।

এবারের আসরে ইরানে যাওয়া ৫ জন অ্যাথলেট হলেন- ইমরানুর রহমান- ৬০ মিটার স্প্রিন্ট, রাকিবুল হাসান- ৬০ মিটার স্প্রিন্ট, মোহাম্মদ জহির রায়হান- ৪০০ মিটার স্প্রিন্ট, মাহফুজুর রহমান-হাইজাম্প এবং শিরিন আক্তার- ৬০মিটার স্প্রিন্ট।

ইমরানুর রহমান এশিয়ান ইনডোরে তার স্বর্ণ ধরে রাখবেন এবং বাংলাদেশের পতাকা এশিয়ার মঞ্চে উঠাবেন বলে আশা ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে