উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
স্বস্তির জয় পেল রিয়াল-ম্যানসিটি
প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
গ্রম্নপ পর্বের শতভাগ সাফল্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বেও টেনে আনল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে জার্মানি ক্লাব আরবি লিপজিগকে ১-০ গোলে হারিয়ে নিজেদের সুবিধাজনক স্থানে রেখেছে লস নলাঙ্কোসরা। একই রাতের অপর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ভয় পাইয়ে দিয়েও শেষ পর্যন্ত হার দেখেছে কোপেনহেগেন। শুরুর ধাক্কা সামলে ৩-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল ম্যানসিটি।
রিয়াল মাদ্রিদ শিবিরে জুড বেলিংহ্যামের ইনজুরি বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে এসেছিল। ৪৮ মিনিটে রিয়ালের একমাত্র গোলটি করেছেন বেলিংহ্যামের বদলে আসা ২৪ বছর বয়সি ব্রাহিম দিয়াজ। খেলার ধারার বিপরীতে একক নৈপুণ্যে জাল কাঁপিয়েছেন তিনি। মাত্র একটি গোলে জয় নিশ্চিত হলেও মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিনকে ত্রাতা বলতে হবে। বেশ কয়েকবার আক্রমণ হেনেছিল লাইপজিগ। সেগুলো সেভ করে দলটাকে রক্ষা করেছেন তিনি।
আর তাতে এই মৌসুমে টুর্নামেন্টের সপ্তম জয়ের দেখা পেয়েছে আনচেলত্তির শিষ্যরা। যদিও ম্যাচের শুরুটা ছিল প্রাণবন্ত। তৃতীয় মিনিটেই স্বাগতিক লাইপজিগ ভেবেছিল তারা বুঝি অগ্রগামিতা পেয়ে গেছে। জাল কাঁপিয়েছিলেন স্ট্রাইকার বেনজামিন সেসকো। কিন্তু ভার রিভিউর পর বাতিল হয়ে গেছে সেটি।
অপর ম্যাচে ম্যানচেস্টার সিটি শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। তাতে কেভিন ডি ব্রম্নইনার শটে গোলও পায় ১০ মিনিটে। জ্যাক গ্রিয়েলিশের ইনজুরির আগ পর্যন্ত সিটি চাপ তৈরি করেই খেলতে থাকে। ইনজুরির এ ঘটনায় কিছুটা বাধাগ্রস্ত হয় পেপ গার্দিওলার দল। তখন জেরেমি ডকুকে নামান সিটি কোচ। তারপরও ৩৪ মিনিটে সমতা ফিরিয়ে তাদের স্তব্ধ করে দিতে পেরেছিল স্বাগতিক কোপেনহেগেন। ১ ফেব্রম্নয়ারি ক্লাবটিতে যোগ দিয়ে অভিষেকেই গোল করেছেন ম্যাগনাস ম্যাটসন।
৪৫ মিনিটে অবশ্য সিটি ব্যবধান বাড়িয়ে নিতে নেয়। গোল করেন বের্নার্ডো সিলভা। তারপর রক্ষণ জমাট করে খেলতে থাকে কোপেনহেগেন। আর শেষদিকে যোগ হওয়া সময়ে সেই রক্ষণ ভেঙে ম্যানসিটির স্কোর ৩-১ করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। তাতে করে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল ম্যানসিটি।