শেষ আটে সহজ প্রতিপক্ষই পেল আবাহনী-মোহামেডান

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। রানার্স আপ তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী। দুই দলই খেলছে কোয়ার্টার ফাইনালে। যেখানে তারা বেশ সহজ প্রতিপক্ষই পেয়েছে। তাই সেমিফাইনালে নাম লেখাতে হয়তো খুব একটা কষ্ট করতে হবে না দুই ঐতিহ্যবাহীর। শুধু এই দুই দল নয় কোয়ার্টার ফাইনালের লাইন আপ লক্ষ্য করলে দেখা যাচ্ছে বড় দলগুলো প্রতিপক্ষ হিসেবে সহজ প্রতিপক্ষই পেয়েছে। একমাত্র শেখ জামালের প্রতিপক্ষ কাছাকাছি শক্তির। এবার  'অদ্ভুত নিয়মে' ফেডারেশন কাপে টানা দুই ম্যাচ হেরে কোনও পয়েন্ট না পেয়েও শেখ রাসেল জায়গা করে নিয়েছে নক আউট পর্বে। রহমতগঞ্জও এক পয়েন্ট পেয়ে তাদের পথ অনুসরণ করেছে। কোয়ার্টার ফাইনালের লাইনআপ অনুযায়ী আগামী ২ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়াচক্র। ১৬ এপ্রিল বসুন্ধরা কিংস খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। গত আসরে ফেডারেশন কাপে অংশ নেয়নি বসুন্ধরা। তবে এবারের আসরে শিরোপার প্রত্যাশা তাদের। ২৩ এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি। ৩০ এপ্রিল বর্তমান রানার্স আপ ঢাকা আবাহনীর মুখোমুখি হবে ফর্টিস এফসি। কোয়ার্টার ফাইনাল শেষে  টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল হবে মে মাসে। ৭ ও ১৪ মে হবে দুই সেমিফাইনাল। ২১ মে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের ফেডারেশন কাপের। কোয়ার্টার ফাইনালের প্রথম তিনটি ম্যাচ হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। পরের ম্যাচটি হবে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে।