হাঁটুর চোটে ছিটকে গেলেন মোরাতা

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে অ্যাটলেটিকো মাদ্রিদ শিবিরে বড় ধাক্কা। হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন চলতি মৌসুমে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ গোলদাতা আলভারো মোরাতা। স্প্যানিশ লা লিগায় শনিবার সেভিয়ার বিপক্ষে দলের ১-১ ড্র ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোট পান মোরাতা। প্রতিপক্ষের একজনের সঙ্গে সংঘর্ষে মাটিতে পড়ে হাত দিয়ে হাঁটু চেপে ব্যথায় কাতরাতে থাকেন তিনি। পরে মাঠ ছাড়েন কান্নাভেজা চোখে। পরদিন ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন মোরাতা। তবে সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু বলা হয়নি। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, দুই থেকে তিন সপ্তাহ বাইরে থাকতে হতে পারে ৩১ বছর বয়সি স্প্যানিশ তারকাকে। নিজেদের পরের ম্যাচে শনিবার লা লিগায় ঘরের মাঠে লাস পালমাসের মুখোমুখি হবে অ্যাটলেটেকো মাদ্রিদ। এরপর মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইতালির দল ইন্টার মিলানের মাঠে খেলবে দিয়াগো সিমেওনের দল অ্যাটলেটিকো।