চলে গেলেন ভারতের সবচেয়ে বেশি বয়সি টেস্ট ক্রিকেটার
প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ভারতের সাবেক টেস্ট খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন দত্তজিরাও কৃষ্ণরাও গায়কোয়াড়। জীবনের ইনিংসে রেকর্ড গড়া এই ক্রিকেটার মারা গেছেন মঙ্গলবার। সাবেক এই অধিনায়ক মারা গেছেন ৯৫ বছর ১০৯ দিন বয়সে। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
গায়কোয়াড় সাবেক ভারতীয় ওপেনার ও জাতীয় কোচ আয়ুশমান গায়কোয়াড়ের বাবা। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ১২ দিন ধরে বারোদা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে জীবন-মৃতু্যর সন্ধিক্ষণে ছিলেন দত্তজিরাও কৃষ্ণরাও গায়কোয়াড়। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
গায়কোয়াড় ১৯৫২ থেকে ১৯৬১ সাল পর্যন্ত ভারতের হয়ে ১১টি টেস্ট খেলেছেন।। ইংল্যান্ড সফরে দলকে নেতৃত্বও দেন ১৯৫৯ সালে। ডানহাতি এই ব্যাটারের অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে লিডসে। ১৯৬১ সালে পাকিস্তানের বিপক্ষে চেন্নাইয়ে খেলা টেস্টটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
রঞ্জি ট্রফিতে গায়কোয়াড় বারোদাকে প্রতিনিধিত্ব করেছেন ১৯৪৭ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত। ৪৭.৫৬ গড়ে তার রান ছিল ৩ হাজার ১৩৯। ২০১৬ সালে সাবেক ব্যাটসম্যান দীপক শোধান ৮৭ বছরে মারা গেলে গায়কোয়াড় ভারতের সবচেয়ে বেশি বয়সি জীবিত ক্রিকেটার হিসেবে আবির্ভুত হন।