সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

'স্টার্ক ২৪ কোটি ৭৫ লাখ রুপির যোগ্য না'

ক্রীড়া ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
'স্টার্ক ২৪ কোটি ৭৫ লাখ রুপির যোগ্য না'

আইপিএলের ১৭তম আসরের পেস্নয়ার্স ড্রাফট থেকে ২৪ কোটি ৭৫ লাখ রুপির বিনিময়ে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এতে সব রেকর্ড চুরমার করে গত নিলামে আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত হন এই অজি ক্রিকেটার। স্টার্কের আকাশচুম্বী দাম শুনে অনেকেই সমালোচনা করেছে। তাদের একজন সুনীল গাভাস্কার। কিংবদন্তি এই ভারতীয়র মতে, এখন পর্যন্ত এত টাকার যোগ্য হয়ে উঠেননি কোনো ক্রিকেটারই।

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, 'সত্যি বলতে, এটা একদমই বাড়াবাড়ি। আমার মনে হয়, কেউই এত টাকার যোগ্য না। যদি স্টার্ক কোনো প্রভাব রাখতে পারে এবং ১৪ ম্যাচের ভেতর চারটি জেতাতে পারে তাহলে বলা যেতে পারে, টাকা কাজে লেগেছে। সে যদি অন্য ম্যাচে অবদান রাখতে পারে তাহলে বেশ দারুণ হবে।'

তিনি বলেন, 'মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো বড় দলের বিপক্ষে স্টার্ককে পারফর্ম করতে হবে। বাঁ-হাতি এই পেসার সবশেষ আইপিএল খেলেছেন ২০১৫ সালে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে