ফুটবল মাঠে নীল কার্ড চান না লিভারপুল কোচ
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ফিফা-উয়েফার পর এবার ফুটবলে নীল কার্ড নিয়ে আপত্তি জানিয়েছেন ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের কোচ। নীল কার্ড ফুটবলের সৌন্দর্য নষ্ট করবে বলে মনে করেন তারা। এদিকে ইউরোপের শীর্ষ লিগগুলোতে নীল কার্ডের পরীক্ষামূলক ব্যবহার স্থগিত করেছে আইএফএবি। আগামী মার্চে নীল কার্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফুটবলে আইন প্রণয়নকারী সংস্থাটি।
এবার নীল কার্ড নিয়ে আপত্তি জানিয়েছেন পিপ্রমিয়ার লিগের শীর্ষদলগুলোর কোচরাও। এই সিদ্ধান্ত ফুটবলের ভবিষ্যৎকে অনিশ্চিয়তার মধ্যে ফেলবে বলে মনে করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, 'আমার মনে হয় ফুটবলে সবকিছু সহজ হওয়া উচিত। সেটা রেফারিদের জন্যও ভালো, কিন্তু যখন নীল কার্ড চালু হবে তখন সেটা তাদের ব্যর্থতার পথকে আরো প্রশস্ত করবে। আমার কাছে নীল কার্ডের পরিকল্পনাটি দারুণ কিছু মনে হয়নি। এসব পরিকল্পনা যে কার মাথা থেকে আসে জানি না।'
লাল ও হলুদ কার্ডের পর ফুটবলে নীল কার্ড ব্যবহার করতে চায় খেলাটির আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।