ম্যারাথনে কেনিয়ার বিশ্বরেকর্ডধারী কেলভিন কিপটাম এবং তার রুয়ান্ডার কোচ গারভাইস হাকিজিমানা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার রিফট ভ্যালির কাছে কার দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান তারা। সঙ্গে থাকা শ্যারন কোসগে নামের এক নারী মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের সভাপতি সেবাস্তিয়ান কো গভীর দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি জানান, 'কেলভিন কিপটাম এবং তার কোচ গারভাইস হাকিজিমানার ঘটনা জানতে পেরে আমরা মর্মাহত এবং গভীরভাবে দুঃখিত।'
'ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের পক্ষ থেকে তার পরিবার, বন্ধু-বান্ধব, সতীর্থ এবং কেনিয়ার প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি। একজন অবিশ্বাস্য ক্রীড়াবিদ, একটি অবিশ্বাস্য উত্তরাধিকার রেখে গেছেন। আমরা তার অনুপস্থিতি অনুভব করব।'
কেনিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে, দুর্ঘটনার সময় গাড়িটি নিজে চালাচ্ছিলেন ২৪ বর্ষী কিপটাম। ওয়েস্টার্ন কেনিয়ায় স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। কাপটাগাট থেকে এলডোরেট যাওয়ার পথে গাড়িটি উল্টে যায়। সঙ্গে ছিলেন কোচ হাকিজিমানা এবং শ্যারন নামের এক নারী। স্থানীয় পুলিশ কমান্ডার পিটার মুলিঙ্গের ভাষ্যমতে, 'কিপটাম কোনকিছুর সঙ্গে প্রতিঘাতে এ দুর্ঘটনায় পতিত হননি।'
কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'তার প্রিয়জন, বন্ধু-বান্ধব এবং সমগ্র অ্যাথলেটিকস সম্প্রদায়ের প্রতি আমার গভীর সমবেদনা। আমাদের জাতি একজন সত্যিকারের বীরের মৃতু্যতে গভীরভাবে শোকাহত।'
কিপটাম ২০১৯ সালে হাফ ম্যারাথন দিয়ে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। গত বছর যুক্তরাষ্ট্রের শিকাগো ম্যারাথনে ৪২ কিলোমিটারের দৌড় ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডে শেষ করে বিশ্বরেকর্ড গড়েন। ৩৪ সেকেন্ড কম সময় নিয়ে ভাঙেন বার্লিনে গড়া স্বদেশি এলিউড কিপচোগের রেকর্ড।