আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উলস্নাস ব্রাজিলের
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উন্মাদনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি বয়সভিত্তিক ফুটবলেও দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা। প্যারাগুয়ের লুক শহরের অলিম্পিক সেন্টারে ফুটসাল কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল লাতিন দুই জায়ান্ট। শনিবার শিরোপার লড়াইয়ে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা জাতীয় দল।
সেলেসাওরা এ নিয়ে সর্বোচ্চ ১১ বার কোপা আমেরিকা ফুটসাল টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলল। আগামী ফুটসাল বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় পিটোর গোলে লিড নেয় সেলেসাওরা। এরপর ম্যাচ শেষের বাঁশি বাজার আগমুহূর্তে আর্জেন্টিনার জাল ভেদ করেন রাফা। ২-০ গোলের জয়ে কনমেবল কোপার শিরোপা জিতেছে ব্রাজিল। অবশ্য আর্জেন্টাইন কোচ মাতিয়াস লুকুইক্সের শিষ্যরা শেষ পর্যন্ত লড়াই চালিয়েও গোলের দেখা পায়নি। এর আগে ২০২২ ফুটসাল কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।
ফাইনাল জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টটিতে অপরাজিতই থাকল ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে শিরোপা খোয়ালেও আগামী সেপ্টেম্বরে উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য ফুটসাল বিশ্বকাপে নিজেদের পথ পরিষ্কার করেছে আলবিসেলেস্তেরা।
কোপার এ আসরজুড়ে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে তারা বলিভিয়াকে ৪-০ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচেও বড় জয়ের দেখা পায়, যদিও পেরুর বিপক্ষে এক গোল হজম করেছিল। সেই ম্যাচে আর্জেন্টিনা জয় পায় ৪-১ গোলে। উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর পরাজয়ের স্বাদ পায় ব্রাজিলের কাছে। সেই ম্যাচে ১-৪ গোলে হারে তারা। সেমিফাইনালে প্যারাগুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে