শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যবস্থা নিল চীন!

ক্রীড়া ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যবস্থা নিল চীন!

গত রোববার হংকংয়ে হাজার হাজার দর্শকের হৃদয় ভেঙে দেয় ইন্টার মায়ামি। হংকং একাদশের বিপক্ষে তাদের প্রদর্শনীমূলক ম্যাচটি দেখতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়, শুধু লিওনেল মেসির পায়ে জাদু দেখবেন বলে। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাঠেই নামায়নি এমএলএস ক্লাব। ক্ষোভ উগরে দেয় হংকংয়ের আপামর ফুটবলপ্রেমীরা। নিজ অঙ্গীভূত অঞ্চলের সর্বসাধারণকে এভাবে বিব্রতকর হতে দেখে এবার ব্যবস্থা নিয়েছে চীনের মূল ভূখন্ড। মার্চে দেশটিতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। শুক্রবার প্রথম ম্যাচটি বাতিল করে দিয়েছে চীন। পরের দিন দ্বিতীয় ম্যাচও বাতিলের ঘোষণা আসে।

আগামী ১৮-২৬ মার্চ আন্তর্জাতিক বিরতিতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চীনে সফর করার কথা। হাংঝুতে নাইজেরিয়া ও বেইজিংয়ে প্রতিপক্ষ আইভরি কোস্ট। কাকতালীয়ভাবে এই দুটি দলই আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠেছে। সম্প্রতি মেসি তার ক্লাব মায়ামির সঙ্গে হংকংয়ে গিয়েছিলেন। কিন্তু তাকে পুরোটা সময় বেঞ্চে বসে থাকতে দেখা গেছে। পরে জানানো হয়, পায়ের চোটে ভুগছিলেন বলেই ঝুঁকি নিতে চাননি মেডিকেল স্টাফরা। তবে এই ব্যাখ্যা হংকংয়ের কাছে মনঃপুত হয়নি। কারণ তিন দিন যেতেই ভিসেল কোবের বিপক্ষে টোকিওতে ৩০ মিনিট খেলেন মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে