রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
আজকের খেলা

বিপিএলে ফিরে শিরোপার স্বপ্ন দেখছেন মুমিনুল

সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্র্স (দুপুর ২টা) কুমিলস্না ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা (সন্ধ্যা ৭টা)
ক্রীড়া প্রতিবেদক
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিপিএলে ফিরে শিরোপার স্বপ্ন দেখছেন মুমিনুল

অদ্ভুত কারণে মুমিনুল হকের গায়ে সেঁটে গেছে টেস্ট স্পেশালিস্টের তকমা। জাতীয় দলে তিনি সাদা বলের ক্রিকেটের জন্য বিবেচিত হন না। ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ এলে তার সুযোগ মেলে সাদা বলের খেলায়। আর ২০ ওভারের ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত দুই বছর ড্রাফট থেকে কেউই তাকে দলে টানেনি। এবাবের বিপিএলেও এতদিন দলছুট ছিলেন টাইগারদের এই সাবেক টেস্ট অধিনায়ক।

অবশেষে বিপিএলে দল পেলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। লম্বা বিরতির পর এবার রংপুর রাইডার্সের জার্সি গায়ে চাপিয়ে বিপিএলে ফিরছেন এই বাঁহাতি। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজি দলটি মুমিনুলকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে। রংপুর রাইডার্স থেকে ঘোষণা আসার পর বেশির ভাগ সমর্থকই বিস্মিত হয়েছেন। মাঝপথে এসে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হককে। এতে সমর্থকদের উচ্ছ্বাসই দেখা গেছে বেশি।

দেশের ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেছেন বসুন্ধরা স্পোর্টস কমপেস্নক্সে। ড্রাফট থেকে কেউ তাকে না নিলেও এখন মুমিনুলের ঠিকানা রংপুর রাইডার্স। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে ধন্যবাদ জানিয়েছেন মুমিনুল।

বৃহস্পতিবার অনুশীলনের পর তিনি বলেন, 'সর্বপ্রথম আলস্নাহর কাছে শুকরিয়া। রংপুরকেও ধন্যবাদ দেওয়া উচিত, তারা এই বছর আমাকে বিপিএলে সুযোগ করে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞ। আলহামদুলিলস্নাহ, বাকিটা আলস্নাহর ওপর।'

রংপুর রাইডার্সের অনুশীলন সুবিধারও প্রশংসা করেন মুমিনুল। ৭ ম্যাচের ৫টিতে জিতে বিপিএলের পয়েন্ট টেবিলে এখন সবার উপরে আছে তার দল। রংপুরকে চ্যাম্পিয়ন করার আশার কথাই বলেছেন মুমিনুল।

সাবেক এই টেস্ট অধিনায়ক বলেন, 'প্রত্যাশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার। যেই দলেই খেলি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। দলের জন্য অবদান রাখার চেষ্টা করব। যতটুকু পারি আলহামদুলিলস্নাহ। বিপিএল দেখে মনে হচ্ছে ব্যাটারদের রান করতে কষ্ট হচ্ছে। বোলাররা অনেক আনন্দ-উলস্নাসে উইকেট পাচ্ছে। দেখলাম ভালোই বোলিং করছে বোলাররা। যে কন্ডিশন থাকছে, তা ব্যবহার করার চেষ্টা করছে। ব্যাটসম্যানদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে।'

এর আগে মুমিনুলকে সর্বশেষ বিপিএলে দেখা গিয়েছিল কুমিলস্না ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে, ২০২১-২২ মৌসুমে।

রংপুরের প্রস্তাবটা হঠাৎ এলেও নিজেকে বেশ আগে থেকেই প্রস্তুত করছিলেন মুমিনুল। এবারের বিপিএলের ড্রাফট থেকে তাকে কেউ দলে না নিলেও একাই চালিয়ে যাচ্ছিলেন সাদা বলের ক্রিকেটের অনুশীলন। নিজের সর্বশেষ বিপিএলেই নাকি বুঝতে পেরেছিলেন, লাল বল আর সাদা বলের খেলাটা একই ধরনের না। তাই পার্থক্য বুঝে নিজের খেলার ধরনে এনেছেন পরিবর্তন। কাজ করেছেন শট খেলা নিয়ে। নতুন নতুন শট নিজের ভান্ডারে জমা করেছেন। এবার মাঠে প্রমাণের পালা। গায়ে সেঁটে যাওয়া লাল বল স্পেশালিস্টের তকমা সরিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন তো মুমিনুল?

শুরুতে দল না পাওয়ায় কোনো খারাপ লাগা ছিল না বলেই জানিয়েছেন মুমিনুল। তিনি বলেন, 'খারাপ লাগেনি। পুরো বিপিএলের খেলা দেখেছি। অনুশীলনও করছিলাম। সামনে শ্রীলংকা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আপনি যেভাবে বলছেন, ওরকম খারাপ লাগেনি। যদি সত্যি বলেন, একটু খারাপ লাগবেই, খুব বেশি যে খারাপ লাগছে, সেটাও না আবার। খারাপ লাগার তো বিভিন্ন ধরন থাকে, ওই ধরনটা একটু আলাদা ছিল।'

'কারো কম খারাপ লাগে, কারো একটু বেশি খারাপ লাগে। না লাগার মতো যতটুকু, অতটুকু খারাপ লাগছিল। এমন খারাপ লাগছিল না যেটা হলে হতাশ হয়ে যাব। সবাই যেহেতু খেলছে, আমারও একটু খেলার ইচ্ছা ছিল।'

গত আসরেও বিপিএলে সুযোগ পাননি মুমিনুল। তবে এই টুর্নামেন্টে ৮২টি ম্যাচ খেলেছেন তিনি। ১০৭.৪৮ স্ট্রাইক রেট ১৩৬৪ রান করেছেন মুমিনুল। শুরু থেকে না খেললেও মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে বিশ্বাস তার।

মুমিনুল বলেন, 'আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, কিছুটা হলেও হয়তো জানি! খুব বেশি জানি, এটাও বলব না, কিছুটা হলেও তো জানি! আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে।'

'সবসময় আমি যে জিনিসটা বিশ্বাস করি রিজিকটা আলস্নাহর হাতে। ওরা খেলছে এখানে, আমি এখানে ভালো খেলোয়াড় হয়েও খেলতে পারছি না, এটা নিয়ে আফসোসের কিছু নেই। আমি বিশ্বাস করি আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব, বাকিটা আলস্নাহর হাতে। আমি আমার কাজটা করার পর সুযোগ পাব, বাংলাদেশ ক্রিকেট এমন একটা জায়গা যেখানে আপনি সবসময় সুযোগ পাবেন। জরুরি হলো সে সুযোগটা কাজে লাগান। সুযোগ সবারই আসবে, কাজে লাগানোটা জরুরি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে