রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

পদত্যাগ করবেন না ক্লিন্সম্যান

ক্রীড়া ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পদত্যাগ করবেন না ক্লিন্সম্যান

এশিয়ান কাপে ১৯৬০ সালে সর্বশেষ শিরোপা জেতা দক্ষিণ কোরিয়া দ্বিতীয় রাউন্ডেই ছিটকে যেত। টানা জম্বি ঘরানার ফুটবল খেলে শেষ পর্যন্ত নিশ্চিত করে সেমিফাইনাল। তাতে দীর্ঘদিন পর 'দ্য টিগাক ওয়ারিয়র্সদের' শিরোপা জয়ের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু শেষ চারে অঘটনের জন্ম দিয়ে তাদের বিদায় করেছে জর্ডান। কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান ২-০ গোলের এই লজ্জাজনক হারের দায় নিজের কাঁধে নিলেও পদত্যাগের কথা ভাবছেন না।

এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়া ফেভারিট হিসেবে অংশ নিয়েছিল। তার ওপর প্রতিপক্ষ জর্ডান ছিলর্ যাংকিংয়ে তাদের চেয়ে ৬৪ ধাপ পিছিয়ে। সেই দলটি এই আসরের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে মঙ্গলবার। সাবেক জার্মান ও যুক্তরাষ্ট্র কোচ শিষ্যদের এই ফলাফলে বলেছেন, 'কোনো দলে একটি টুর্নামেন্টে কেমন করে তার জন্য সব দায় কোচের। অবশ্যই আমাদের লক্ষ্য ছিল ফাইনাল। কিন্তু সেটা করতে পারিনি।'

ব্যর্থতা স্বীকার করে ক্লিন্সম্যান

বলেছেন, 'এটা স্বীকার করতে হবে। এমন ফলাফল মেনেও নিতে হবে। জর্ডান যেভাবে খেলেছে তাতে এটাই হওয়ার কথা ছিল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে