ফোডেনের হ্যাটট্রিকে উড়ছে ম্যানসিটি

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলপোস্টে অনেকটা সময় যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়ালেন ব্রেন্টফোর্ডর গোলরক্ষক মার্ক ফ্লেকেন। একের পর এক দুর্দান্ত সব কিক সেভ করে তিনি হতাশা বাড়ালেন ম্যানচেস্টার সিটির। মাঝে করলেন একটি অ্যাসিস্টও! বিরতির ঠিক আগে ভেঙে গেল তার বাধার দেয়াল। অসাধারণ এক হ্যাটট্রিক উপহার দিলেন ফিল ফোডেন। দারুণ জয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠল পেপ গার্দিওলার দল। প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে পিছিয়ে পড়েও ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারী ম্যানসিটি। প্রিমিয়ার লিগে ফোডেনের দ্বিতীয় হ্যাটট্রিক এটি। প্রথমটি করেছিলেন ২০২২ সালের অক্টোবরে। সেবার ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানসিটির ৬-৩ গোলের জয়ে ফোডেনের পাশাপাশি হ্যাটট্রিক করেছিলেন আর্লিং হাল্যান্ডও। বাকি সময়ে সফরকারীরা কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান আর বাড়েনি। এদিনের এই জয়ে ২২ ম্যাচ থেকে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৪৯। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে আছে আর্সেনাল, তবে মিকেল আর্তেতার দল একটি ম্যাচ বেশি খেলেছে। আর্সেনালের সমান ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর ২২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।