সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ
ফাইনাল জিতেই উদযাপন করতে চায় বাংলাদেশ
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রম্নপ পর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। এরই মধ্যে দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে সাইফুল বারি টিটুর শিষ্যরা। রোববার শক্তিধর ভারতকে হারিয়ে দেওয়ার পরও জয়টা উদযাপন করেনি বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন লাল-সবুজরা, নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জটাও বড়। তাই গ্রম্নপ পর্বের শেষ ম্যাচ নিয়ে এতটা ভাবছে না স্বাগতিকরা। চোখ রাখছে ফাইনালেই। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রম্নপের শীর্ষে আছে তারা।
এবারের আসরে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান- এই চার দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রম্নপের সেরা দুই দল খেলবে ফাইনাল। এর মধ্যে বাংলাদেশ দুই ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছে সবার আগে। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারায় স্বাগরিকারা, পরের ম্যাচে প্রতিপক্ষ ছিল শক্তিধর ভারত। কিছুটা শঙ্কা ছিল এই ম্যাচ নিয়ে। কারণ ভারতের দলে আছে ফিফা অনূর্ধ্ব ১৭ নারী বিশ্বকাপে খেলা ৪ ফুটবলার। এছাড়াও বাংলাদেশ-ভারত ম্যাচে কিছুটা স্নায়ুর চাপও থাকে। সেই চাপটা অবশ্য খুব ভালোভাবেই উতড়েছেন সাইফুল বারি টিটুর শিষ্যরা। রোববার তারা ভারতকে হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে। তবে সেই গোলটি বাংলাদেশ করেছে ইনজুরি টাইমে (৯০+২ মিনিটে)। ম্যাচের ফলাফলই বলে দিচ্ছে দুই দলের লড়াইটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এই জয়ের পরও কোচ টিটু অবশ্য মাটিতেই পা রাখছেন। এখানেই থেমে থাকতে চাইছেন না কোচ। ফাইনাল জিতেই উৎসব করতে চাইছেন, 'জয়ের উদযাপন করতে নিষেধ করেছি। মেয়েদের বলেছি, এটা তো রাউন্ড রবিন লিগের ম্যাচ, ফাইনাল তো বাকি আছে। সব মিলিয়ে মেয়েরা খুশি। ওদের একটু আত্মবিশ্বাসেরও দরকার ছিল। তবে মেয়েদের মানসিকভাবে চাপ ছিল, ভারত আসলেই ভালো দল! ওটা থেকে বের হয়ে আসার দরকার ছিল। সেটা পারায় আত্মবিশ্বাস বাড়বে মেয়েদের।'
যেহেতু ফাইনালও নিশ্চিত, ভুটানের ম্যাচও তেমন কোনো গুরুত্ব বহন করে না তাই ভুটানের বিপক্ষে পূর্ণ শক্তির বাংলাদেশ দল খেলবে না, সেরকম আভাসই মিলেছে। ফাইনালের আগে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দিতে চাইছেন বাংলাদেশ দলের কোচ। সোমবার বাংলাদেশ দলের নির্ধারিত ট্রেনিং সেশনও বাতিল করা হয়। ফাইনাল ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ কে হবে তা এখনো ঠিক হয়নি। কারণ গ্রম্নপের অন্য দুই দল ভারত ও নেপালের সমান ৩ পয়েন্ট। তবে গোলগড়ে ভারত অনেক এগিয়ে। নিজেদের প্রথম ম্যাচে তারা ভুটানকে উড়িয়ে দিয়েছিল ১০-০ গোলে। অন্যদিকে নেপাল তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারায় ১-০ গোলে। আজ বাংলাদেশ-ভুটান লড়াইয়ের আগে মাঠে নামবে ভারত ও নেপাল। টুর্নামেন্টের সার্বিক পারফরম্যান্স বিচার করলে ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে ফুটবলে অসম্ভব বলে কিছুই নেই। তাই আজ বিকাল ৩টায় অনুষ্ঠেয় ভারত-নেপালের গ্রম্নপ ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করবে ফাইনালে কে হবে বাংলাদেশের প্রতিপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।