ম্যাচের আগের দিন শনিবার নির্ধারিত অনুশীলন বাতিল করেছিল নেপাল ও ভুটান। মুখোমুখি লড়াইয়ে হয়তো দেখা গেল তারই প্রতিফলন। দল দুটি যেন ভুল পাসের প্রতিযোগিতায় নেমেছিল। ছন্দহীন ফুটবল ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে নেপাল।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার ম্যাচের ১৯ মিনিটে জালের দেখা পেয়েছিল নেপাল। সতীর্থের হেড পাসে বর্ষা অলি লক্ষ্যভেদ করলেও তিনি অফসাইডের ফাঁদে পড়েন।
৩৬ মিনিটে সেনু পারিয়ার ডি বক্সে ঢুকলেও শেষ মুহূর্তে সামনে এগিয়ে পা দিয়ে বল বিপদমুক্ত করেন ভুটানি গোলরক্ষক পেমা ইয়াংজম।
বিরতির আগে যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি বক্সের সামান্য বাইরে থেকে সুকরিয়া মিয়ার শট বাইরের জালে লাগে। খানিক পর উগইয়েন লামোর দূরপালস্নার শট ধরেন নেপালি গোলরক্ষক লিলা জোশি।
৫৪ মিনিটে ভাঙে ডেডলক। সুকরিয়া মিয়ার পাসে বল নিয়ে এগিয়ে আসা ভুটানের গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডি বক্সে ঢুকে ডান পায়ের মাটি কামড়ানো শটে বল জালে জড়ান সেনু পারিয়ার।
উগইয়েন লামোর পাসে বল পেয়ে ডি বক্সে ঢোকেন বদলি খেলোয়াড় ইয়াংচেন লামো। তার শট নেয়ার আগ মুহূর্তে ৬৬ মিনিটে বল গস্নাভসবন্দি করেন নেপালের গোলরক্ষক।
ভুটান ৭১ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পায়। উগইয়েন লামোর বাড়ানো বল পান সাংগে ওয়াংমো। দ্রম্নতগতিতে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে বল লুফে নেন লিলা।
খেলার বাকি সময়ে কয়েকটি সুযোগ এলেও কোনো দল নিশানাভেদ করতে না পারায় একমাত্র গোলের জয় নিয়ে নেপালের মেয়েরা মাঠ ছাড়ে।