রিয়াদে আল নাসরের বিপক্ষে একেবারে শেষ দিকে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। পরে জানা যায় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছিলেন তিনি। চোট থাকায় স্বাভাবিকভাবেই পরের ম্যাচ নিয়ে তৈরি হয় শঙ্কা। ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো অবশ্য সেসব শঙ্কা উড়িয়ে দিচ্ছেন। তিনি বলেছেন, রোববার হংকং একাদশের বিপক্ষে পরবর্তী ম্যাচে খেলার সম্ভাবনা আছে আর্জেন্টাইন তারকার।
আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচে মেসি মাঠে নামেন ৮৩ মিনিটে। প্রাক মৌসুমে আগের তিন ম্যাচেই অবশ্য শুরু থেকে খেলেছেন তিনি। তার চোট নিয়ে মায়ামি কোচ বলেছেন, 'আমরা চাই মেসি যতটা সম্ভব খেলুক। আমরা খেলোয়াড়দের মূল্যায়ন করি সব সময়। এটা আশা রাখছি, মেসি হয়তো বেশিরভাগ সময় মাঠে থাকতে পারবে। কালকে অনুশীলনে সর্বশেষ অবস্থা দেখবো। কিন্তু রোববার তার খেলার সম্ভাবনা বেশি।'