রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

পাঁচ গ্র্যান্ডমাস্টারকে ছাড়িয়ে সবার ওপরে ফাহাদ

ক্রীড়া ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পাঁচ গ্র্যান্ডমাস্টারকে ছাড়িয়ে সবার ওপরে ফাহাদ

গত বছরে ব্যস্ত সময় গেছে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের। একের পর এক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে খেলে কম-বেশি সাফল্য পেয়েছেন। কোনো সময় রানারআপও হয়েছেন। আবার একাধিক গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে লড়াই করে পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন এই তরুণ। এই সাফল্যই তাকে এখন দেশের সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড় হিসেবে বিবেচিত করতে হচ্ছে।

গত মাসের শুরুতে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের দেওয়া বর্তমান রেটিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে এখন ফাহাদ রহমান; রেটিং ২৪১৮। যা দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের চেয়ে বেশি! যদিও গ্র্যান্ডমাস্টারদের মধ্যে জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব ছাড়া বাকি তিনজনই খেলায় অনিয়মিত। নিয়াজ মোর্শেদ যা একটু খেলার মধ্যে আছেন। রিফাত বিন সাত্তার ও আব্দুলস্নাহ আল রাকিব তো বাইরে।

রেটিংয়ের দিক দিয়ে ফাহাদ রহমানের পরই রয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ২৪১২, আব্দুলস্নাহ আল রাকিব ২৪০৯, এনামুল হোসেন রাজীব ২৩৭২, নিয়াজ মোর্শেদ ২৩৬৩ ও রিফাত বিন সাত্তার ২৩৩১। ফাহাদ সবার ওপর রেটিংধারী হয়ে বেশ খুশি। সংবাদমাধ্যমকে বলেছেন, 'একজন আন্তর্জাতিক মাস্টার হয়ে দেশে আন্তর্জাতিক রেটিংয়ে সবার ওপর নিজের নাম দেখে অনেক ভালো লাগছে। গ্র্যান্ডমাস্টারদের ওপর নাম তুলতে পেরেছি- এটা ইতিবাচক আমার জন্য। আসলে গত বছর অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি। এ কারণেই রেটিং বেড়েছে।'

ফেব্রম্নয়ারিতেই দেশে রয়েছে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও ফাহাদের বড় ভাই সেটি আয়োজন করতে যাচ্ছেন। সেই টুর্নামেন্টগুলোতে ফাহাদ গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জন করতে চাইছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে