ঘরের মাঠে আগ্রাসী অস্ট্রেলিয়া

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টেস্ট সিরিজের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও দাপুটে জয় দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। যদিও শামার জোসেফের দুর্দান্ত পারফরম্যান্সে উইন্ডিজরা শেষ টেস্টে দারুণভাবে কামব্যাক করেছিল। এবার ওয়ানডেতে ক্যারিবীয়রা একেবারে নতুন এক পেসারের তোপে পড়েছে। আগে ব্যাট করে তাদের পুঁজি ছিল ২৩১ রানের। আগ্রাসী মেজাজে যা ১১.৩ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। রোববার দ্বিতীয়টি ম্যাচে সিডনিতে মুখোমুখি হবে দল দুটি। মেলবোর্নে প্রথম ওয়ানডেতে ক্যারিবীয় ইনিংসে স্বাগতিকদের জয়ের পথ সুগম করে দিয়েছিলেন অভিষিক্ত পেসার জাভিয়ের বার্টলেট। মাত্র ১৭ রান খরচায় তার ৪ শিকারেই মূলত শাই তোপের দল বড় লক্ষ্য গড়তে পারেনি। তাদের হয়ে কেসি কার্টি সর্বোচ্চ ৮৮ এবং রোস্টন চেজ ৫৯ রান করেন। নির্ধারিত ওভার শেষ হওয়ার ৮ বল আগেই ক্যারিবীয়রা গুটিয়ে যায় ২৩১ রানে। অভিষেকে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হন বার্টলেট। এছাড়া শন অ্যাবোট ও গ্রিন ২টি করে উইকেট নেন। লক্ষ্য তাড়ায় ঘরের মাঠে আগ্রাসী খেলাই উপহার দিয়েছে অস্ট্রেলিয়া। যদিও তাদের শুরুটা হয়েছে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নড়বড়ে দেখানো ট্র্যাভিস হেডের দ্রম্নত বিদায়ে।