ঘরের মাঠের ত্রিদেশীয় টি২০ সিরিজে টানা তিন ম্যাচ জেতায় ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। তবে চতুর্থ ম্যাচেও দাপট ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল জুনিয়র টাইগ্রেসরা।
বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এদিন টস জিতে পাকিস্তানের মেয়েদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৮ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশ।
আগামী ২ ফেব্রম্নয়ারি ফাইনালে শ্রীলংকার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
এদিন ব্যাট করতে নেমে ১৫ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে সাইয়া আফসার ও আরিশা আনসারই মিলে ঘুরে দাঁড়ালেও ব্যাট করছিলেন শম্ভুক গতিতে। দলীয় ৮৮ রানে এই জুটি ভাঙে। এরপর আর ৪ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় পাকিস্তান, তিনটিই ছিল রানআউট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ৯৫ রানে থামে পাকিস্তান।
সফরকারীদের পক্ষে ৫৮ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন সামিয়া। আরিশা ২৬ রান করতে খেলেন ৪১ বল। বাংলাদেশের পক্ষে ২ উইকেট শিকার করেন রাবেয়া খাতুন।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সুমাইয়া আক্তার সুবর্ণার উইকেট হারায় বাংলাদেশ। পাঁচ বল খেলেও কোনো রান করতে পারেননি এই উইকেটকিপার-ব্যাটার। আরেক ওপেনার ইভা ফরেন ১৪ রান করে। রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লক্ষ্য ছোট হওয়ায় জয়ের জন্য বেগ পেতে হয়নি জুনিয়র টাইগ্রেসদের। ১৭তম ওভারের শেষ বলেই জয় নিশ্চিত হয়ে যায়।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক সুমাইয়া আক্তার ৪০ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া দুই অঙ্কের রান করেছেন ইরা (১৬) ও ইভা (১৪)। পাকিস্তানের পক্ষে আনোশা নাসির ১১ রানে ৩ উইকেট শিকার
করেন। এছাড়া মাহনুর আফতাব শিকার করেন ২ উইকেট।
গত ২৪ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ৩৬ রানে। তৃতীয় ম্যাচে লঙ্কানের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ১ রানে জয় পায় সুমাইয়ার দল। বাংলাদেশ অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠলেও লঙ্কানরা মাত্র ১ জয় নিয়েই ফাইনালে উঠেছে। কোনো জয় ছাড়াই টুর্নামেন্ট শেষ করছে পাকিস্তান।