ভারতে খেলতে যাওয়ার পর থেকে সানজিদা আক্তার অপেক্ষার প্রহর গুনছিলেন, সেই অপেক্ষা শেষ হলো মঙ্গলবার। ইস্ট বেঙ্গলের হয়ে মঙ্গলবার অভিষেক হয়েছে বাংলাদেশের ফরোয়ার্ডের। যদিও মনে রাখার মতো কিছু হয়নি। একাদশে শুরু থেকে খেললেও গোল পাননি তিনি। দলও জেতেনি। স্পোর্টস ওড়িশার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তার দল।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিজেদের মাঠে দুই দলেই বল দখলে ছিল প্রায় সমানে-সমান। গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কেউ। ইস্ট বেঙ্গলের হয়ে সানজিদা ২৮ মিনিটে বক্সে ঢুকে সুযোগ তৈরির চেষ্টা করলেও ফিনিশিং ব্যর্থতায় কাজের কাজ কিছু হয়নি। পঞ্চম মিনিটে আসে ভালো সুযোগ। বক্সে ঢুকে একজনকে কাটিয়ে সানজিদা শট নিয়েছিলেন। সেটি অবশ্য পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। বিরতির পরও ছিল একই চিত্র। দুই দল চেষ্টা করে জাল কাঁপাতে পারেনি।
৭ দলের ভারতীয় নারী লিগে ভালো অবস্থানে নেই সানজিদার দল ইস্ট বেঙ্গল। ৭ ম্যাচে ১ জয় ও ১ ড্রতে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। স্পোর্টস ওড়িশাও দুর্বল প্রতিপক্ষ। ৭ ম্যাচে ৫ হার ও ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে এই দলটি।