ম্যাচ জয়ের পর অনেক সময় ক্রিকেটাররা স্মারক হিসেবে স্টাম্প নিজেদের কাছে রেখে দেন। প্রায় ৫০ বছর ধরে এ প্রথা চলে আসছে। গত বুধবার সিডনিতে বিগ ব্যাশের ফাইনালে ব্রিসবেন হিট ৫৪ রানে হারায় সিডনি সিক্সার্সকে। হিটের বাঁহাতি পেসার স্পেনসার জনসন ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। দারুণ বোলিংয়ে দলের জয় নিশ্চিতের পর এসসিজির পিচ থেকে স্টাম্প তুলে নিতে যান জনসন। কিন্তু তাকে স্টাম্প তুলে নিতে বাধা দেন সিডনি সিক্সার্সের এক অফিশিয়াল। ওই অফিসিয়াল তাকে জানান প্রতিটি স্টাম্পের দাম ২৫০০ ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭৪ হাজার ৬৩৩ টাকা। কারণ বিগ ব্যাশের ফাইনাল ম্যাচের জন্য ওই স্টাম্পগুলো ক্রিকেট নিউ সাউথ ওয়েলস থেকে ভাড়া করা হয়েছিল। তা আবার ফেরত দিতে হতো।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ কর্প জানিয়ে জনসন ম্যাচসেরা হিসেবে একটি স্টাম্প কিনে নিতে সংশ্লিষ্ট ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।