চোখে সানগস্নাস। পরিপাটি চুল। গায়ে ধূসর পাঞ্জাবির উপর মুজিব কোট। চিত্রনায়ক ফেরদৌসকে দেখে সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়লেন ভলিবল খেলতে আসা বিভিন্ন জেলার মেয়েরা। শুক্রবার এমন দৃশ্যই দেখা গেল ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপেস্নক্সে। এতদিন রুপালি পর্দায় দর্শকরা দেখেছেন চিত্রনায়ক ফেরদৌসকে। সিনেমা থেকে রাজনৈতিক ময়দানে প্রবেশ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে। এবার ভিন্ন আরেকটি ময়দানে দেখা গেল রুপালি পর্দার এই নায়ককে। শুক্রবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৩ জেলার প্রায় দেড় শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃবিভাগীয় মহিলা ভলিবল প্রতিযোগিতা। দুই দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করতেই আগমন এই নায়কের। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।