রেটিং দাবায় মিনহাজ চ্যাম্পিয়ন

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক ওপেন রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। মিনহাজ উদ্দিন ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।  মঙ্গলবার শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সঙ্গে, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সঙ্গে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ফিদে মাস্টার নাইম হকের সঙ্গে ও ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদের সঙ্গে ড্র করেন। সাত পয়েন্ট করে অর্জন করেন ৭ জন দাবাড়ু। এদের মধ্যে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান রানার-আপ, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল তৃতীয়, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন চতুর্থ, বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম, বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ষষ্ঠ, সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস সপ্তম ও বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী অষ্টম স্থান লাভ করেন। খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক আন্তর্জাতিক অর্গানাইজার মো. মাসুদুর রহমান মলিস্নক বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন পঁয়তালিস্নশ হাজার টাকা, রানার-আপ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ত্রিশ হাজার টাকা ও তৃতীয় আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ত্রিশ হাজার টাকা অর্থ পুরস্কার পান।