বঙ্গবন্ধু স্টেডিয়ামে হচ্ছে না নারী সাফ
প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন মঙ্গলবার বসেছিলেন সাত ফেডারেশন ও এক সংস্থার সঙ্গে। বুধবার সকালে ক্রীড়া মন্ত্রণালয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেনের (বাফুফে) সঙ্গে নতুন মন্ত্রী বৈঠক করেন। মঙ্গলবার সাতের অধিক ফেডারেশনকে নিয়ে দুই ঘণ্টা বৈঠক করলেও বাফুফেকে প্রায় ৩ ঘণ্টা সময় দিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী।
নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, 'নতুন মন্ত্রী আমাদের ক্রীড়াঙ্গনের লোক। আমাদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম দ্রম্নত পাওয়া, জেলা পর্যায়ে স্টেডিয়ামসহ আমাদের কার্যক্রম সব কিছু বিষয়ে অবহিত করেছি।'
চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে বাফুফে সিনিয়র নারী চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হতে চেয়েছিল। বাফুফের পরিকল্পনা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজন করার। বুধবারের সভার পর সেই সম্ভাবনা আর নেই। '৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ শেষ হবে। এর আগে স্টেডিয়ামের কাজ সম্পন্ন হবে না এমনটাই জানা গেছে।' বলেন
সালাম মুর্শেদী।
সাবিনাদের সাফ চ্যাম্পিয়নশিপ বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন আর সম্ভব নয়। তাই বিকল্প ভাবনা বাফুফের। এ বিষয়ে সালাম মুর্শেদী বলেন, 'আমরা অন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট করার পরিকল্পনা করব। এই টুর্নামেন্টের স্বাগতিক হতে চাই।' বঙ্গবন্ধু স্টেডিয়াম না পাওয়ায় বাফুফেকে এখন বসুন্ধরা কিংস অথবা আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করবে।
বাফুফে গত অর্থবছরে সরকারের কাছে ৫০০ কোটি টাকা চেয়েছিল। অর্থ মন্ত্রণালয়ে বাফুফের সেই প্রকল্প বাতিল করেছিল সাময়িক সময়ের জন্য। পুনরায় এই প্রকল্প বুধবারের সভায় উথাপন হয়েছিল কিনা এমন প্রশ্নের উত্তরে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, 'আমরা আগের প্রকল্প সরাসরি দেইনি তবে সেই প্রকল্পের অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।'
বাফুফেকে সরকার ২০ কোটি টাকা সীড মানি দিয়েছিল। সেই অর্থ বাফুফে সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করেনি এমন অভিযোগ রয়েছে। সভায় ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সরকারি অর্থ চেয়েছে বাফুফে। সেই অর্থ পেলে সঠিকভাবে পালন হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান বলেন, 'আমরা সরকারের নির্দেশনা অনুসরণ করব।'