ফর্মে ফেরার প্রত্যাশা লিটনের
প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপএল) ঢাকায় অনুষ্ঠিত প্রথম পর্বে কুমিলস্না ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস টানা দুই ম্যাচ খেলেছেন। কিন্তু ম্যাচ দুটোতে ব্যক্তিগত বড় রান সংগ্রহ করতে পারেননি। এমনকি হার দিয়ে তার দল বিপিএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জিতেছে। ঢাকায় প্রথম পর্বের এই দুটি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৩ ও ১৪ রান। বিপিএল এখন সিলেট মাতাতে যাচ্ছে।
আর আগামীকাল শুক্রবার স্বাগতিক সিলেট স্টাইকার্সের বিপক্ষে ম্যাচ খেলবে হ্যাটট্রিক শিরোপা সন্ধানী দলটি। সিলেট পর্ব থেকে রানে ফেরার প্রত্যাশা করছেন অধিনায়ক লিটন। ঢাকা পর্বে ভালো না হলেও লিটন আশা করছেন সিলেট পর্বে রান পাওয়ার। আগের দিন ম্যাচ শেষে লিটন জানিয়েছেন, 'আমি চেষ্টা করছি। দেখা যাক কী হয়। কষ্ট করছি। মনে হয় ফল পেয়ে যাব।'
ফরচুন বরিশালের বিপক্ষে মঙ্গলবার রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ জিতিয়েছেন ম্যাথু ফোর্ড। শেষ পাঁচ বলে ১৩ রানের সমীকরণে খেলতে নেমে ৪ বলে ১৬ রান নিয়ে কুমিলস্নাকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। তবে কুমিলস্না এভাবে জিতবে, স্বপ্নেও ভাবেননি লিটন, 'আমি ভাবিনি ফোর্ডই এভাবে ম্যাচ জেতাবে। ভেবেছিলাম খুশদিল ম্যাচ জেতাবে। এটা ভালো তিনিও সুযোগ পেলো ব্যাটিং করার। সঙ্গে সঙ্গে তিনি প্রমাণও করল নিজেকে। এখন আমাদের আত্মবিশ্বাসটা আরও মজবুত হবে। যা আমাদের দলকে জয়ের জন্য আরও বেশি সমৃদ্ধ করবে।'