মোরাতার গোলে অ্যাটলেটিকোর স্বস্তির জয়

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সোমবার রাতে আলভারো মোরাতার দ্বিতীয়ার্ধের গোলে গ্রানাডাকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ে ৪১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষ চারে উঠে এসেছে দিয়েগো সিমিওনের দল অ্যাটলেটিকো মাদ্রিদ। ২১ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট সবার ওপরে আছে জিরোনা। আর ২০ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সামার ২০ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তালিকার চারে। গত শনিবার ভ্যালেন্সিয়ার কাছে অ্যাথলেটিক বিলবাও ১-০ গোলে পরাজিত হলেও শীর্ষ চারে ওঠার সুযোগ আসে অ্যাটলেটিকোর সামনে। আর সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে সিমিওনের শিষ্যরা। এমনকি গোল ব্যবধানে বিলবাওকে পিছনে ফেলেছে। একই সঙ্গে হাতে এক ম্যাচ বেশি রয়েছে দাদের। লিগ টেবিলের শীর্ষে থাকা জিরোনার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে অ্যাঠেরেটিকো। আর তলানির দ্বিতীয় স্থানে থাকা গ্রানাডার বিপক্ষে সফরকারী অ্যাটলেটিকোর শুরুটা হয়েছিল বেশ ধীরগতিতে। ম্যাচের ৩১ মিনিটে রডরিগো রিকুয়েলমের শট দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক আগাস্টো বাটালা। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাটলেটিকোর ফরাসি ফরোয়ার্ড আতোঁয়ান গ্রিজমানরে শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। ম্যাচের ৫৫ মিনিটে গ্রিজমানের ক্রস থেকে হেডের সাহায্যে ডেডলক ভাঙেন স্পেনের ফরোয়ার্ড আলভারো মোরাতা।