সাকিবের চোখ নিয়ে চিন্তিত বিসিবি
প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের চলতি আসরে এক ম্যাচ খেলেই সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন সাকিব আল হাসান। বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তিনি। ভারত এবং লন্ডনে ডাক্তার দেখিয়েছেন বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক। যুক্তরাষ্ট্রেও দেখিয়েছেন, যদিও সেবার সমস্যা ছিল না। এবার ছুটেছেন সিঙ্গাপুরে।
কারণটা খুবই স্বাভাবিক। সাকিব স্বস্তিতে নেই চোখ নিয়ে। ফলে বিপিএলে বেশ কিছু ম্যাচ মিস করবেন তিনি। ধারণা করা হচ্ছিল, ৩ থেকে ৪ ম্যাচ পরেই আবার রংপুরের জার্সিতে মাঠে দেখা যাবে তাকে। কিন্তু বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সময় লাগবে আরও বেশি।
খেলার চেয়ে চোখের সমাধানই গুরুত্বপূর্ণ বলেও মনে করিয়ে দিয়েছেন দেবাশীষ। মঙ্গলবার তিনি বলেন, 'আমার মনে হয় আরও সময় লাগবে। এখনো কোনো কিছু সিদ্ধান্ত হয়নি, আরও কিছু আলোচনা হবে। আরও কিছু দেখবেন ডাক্তাররা। সিলেট পর্বে খেলবে কী না এটা বলছি পারছি না।'
তিনি আরও বলেন, 'আপাতত ওটা (খেলা) গুরুত্বপূর্ণ না। আপাতত চোখের সমস্যা সমাধানটা গুরুত্বপূর্ণ। ওটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছু চিন্তা করাটা ঠিক না। যদি দেরিও হয় তবুও ভালো। আরও কিছুদিন সময় লাগবে সিঙ্গাপুওে, তার সেখানেই থাকা লাগবে।'
এর আগে সাকিবের ইনজুরির খবর নিয়ে রংপুর কোচ সোহেল ইসলাম বলেন, 'সাকিবের ব্যাপারটা বিসিবির মেডিকেল দল দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নেই। এখন সবটাই বোর্ড দেখছে। তারা যেভাবে দিকনির্দেশনা দেবে আমরা সেভাবেই দেখব।'
বিপিএল শুরুর আগমুহূর্তে চোখের রেটিনার সমস্যার জন্য ডাক্তার দেখাতে লন্ডনে গিয়েছিলেন সাকিব। সে সময় তেমন কোনো সমস্যার কথা জানা যায়নি। গত ১৮ তারিখ রাতে দেশে ফিরে রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচে খেলেছেন সাকিব। কিন্তু সেই ম্যাচের পর আবার চোখের সমস্যায় আক্রান্ত হন তিনি।
চিকিৎসাশাস্ত্রের বক্তব্য, কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ চোখের ওপর প্রভাব ফেলতে পারে। এই হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যা দৃষ্টিশক্তিতে বাধা দেয়। সাকিবও আপাতত সেই সমস্যায় ভুগছেন।