বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

মোরসালিনকে আরও লড়াই করতে হবে

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
মোরসালিনকে আরও লড়াই করতে হবে

জাতীয় ফুটবল দলের অন্যতম উদীয়মান তারকা শেখ মোরসালিন। বসুন্ধরা কিংসের এই ফুটবলারকে এখন ক্লাবটির নিয়মিত একাদশে দেখা যাচ্ছে না। চোটের কারণে মাঠের বাইরে আছেন। তবে শিগগিরই মাঠে ফিরবেন এমনটাই প্রত্যাশা এই তরুণ ফুটবলারের। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা মনে করেন কিংসের একাদশে সুযোগ পেতে আরও বেশি লড়াই করতে হবে মোরসালিনকে।

মার্চে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাই ম্যাচ। ফেব্রম্নয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হবে। এরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। জাতীয় দলে বর্তমান কোচের অটো চয়েজ মোরসালিন। উদীয়মান এই তারকা এরই মধ্যে জাতীয় দলের হয়ে ৯ ম্যাচে ৪ গোল করে নিজেকে প্রমাণ করেছেন।

চোটের কারণে মোরসালিন এখন লড়াই করছেন নিজেকে ফিরে পেতে। নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানিয়েছেন মোরসালিন, 'আমি তো চোটে পড়েছি অনেক দিন হলো। গোড়ালির ব্যথায় কাতর। সেই জায়গায় হাত দিলে বিদু্যতের মতো ঝাঁকি খেতে হয়। তাই কিংসের হয়ে মাঠে দেখা যাচ্ছে না। এখন ব্যথা কিছুটা কম। আশা করছি, শিগগিরই মাঠের অনুশীলনে ফিরতে পারব। এক সময় খেলারও সুযোগ হবে।'

মোরসালিনের মাঠের বাইরে থাকা ভাবাচ্ছে হ্যাভিয়ের ক্যাবরেরাকেও। কারণ বিশ্বকাপ বাছাইয়ে ক্যাবরেরার অন্যতম অস্ত্র এই মোরসালিন। তবে মাঠে ফিরতে মোরসালিনকে আরও লড়াই করতে হবে বলে মনে করেন ক্যাবরেরা।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'কিংসের প্রথম একাদশে সুযোগ পেতে হলে মোরসালিনকে আরও লড়াই করতে হবে। সে এখনো তরুণ, ওকে

বুঝতে হবে এই লড়াইয়ের প্রয়োজনীয়তা। তাকে আরও পরিশ্রম করতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে