কোচ বাড়াচ্ছে কাবাডি ফেডারেশন
প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
কাবাডিকে স্বমূর্তিতে ফেরাতে প্রাণপণ চেষ্টা করছে ফেডারেশন। দেশব্যাপী প্রতিভা অন্বেষণের মাধ্যমে নতুন নতুন কাবাডি খেলোয়াড় তুলে আনছে। এবার সেই খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার জন্য কোচ তৈরিতে নেমেছে ফেডারেশন। যার অংশ হিসাবে ১২ জানুয়ারি ৩৫ জন পুরুষ ও নারীর অংশগ্রহণে শুরু হয় কাবাডি কোচেস প্রশিক্ষণ কোর্স। যেখানে ২৪ জন ছেলে ও ১১ জন মেয়ে অংশ নেন। নতুনদের প্রশিক্ষণ দেন কাবাডির সোনালী যুগে আন্তর্জাতিক অঙ্গণে পদকজয়ী খেলোয়াড় ও কোচ আবদুল জলিল ও আবদুল হক। এছাড়া বিকেএসপির দুজন কোচও দীক্ষা দেন। সোমবার কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।