অবিশ্বাস্য জয় রিয়ালের

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ম্যাচের ৩৮ সেকেন্ডেই প্রথম গোল, এরপর ৪৩ মিনিটে দ্বিতীয় গোল হজম করে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। সেখান থেকে সমতায় ফেরা, এরপর শেষ মুহূর্তের ৩-২ গোলে রোমাঞ্চকর জয় পেল কার্লো আনচেলত্তির দল। নাটকীয়তায় ভরপুর এই জয়ে লা লিগার টেবিলের শীর্ষে উঠে গেল রিয়াল। রোববার ঘরের মাঠে রোমাঞ্চকর এক রাত কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। আলমেরিয়ার বিপক্ষে ভিএআর নাটকীয়তায় লা লিগার খেলায় পিছিয়ে পড়ার পর অবশেষে তাদেরই জয় হলো। স্প্যানিশ লা লিগায় ২০ ম্যাচ খেলেও জয় না পাওয়া আলমেরিয়া প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল, তাও আবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মাদ্রিদ ক্লাব ৩-২ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল। এদিন বিতর্কিত ভিএআরের সিদ্ধান্ত ছাপিয়ে রিয়াল দারুণ জয় পেল। আগের ম্যাচে আলমেরিয়ার কাছে হোঁচট খাওয়া জিরোনাকে পেছনে ফেলে এক নম্বরে উঠে গেল তারা। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট তাদের। দুই পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে জিরোনা।