ভারত-লন্ডনে চিকিৎসা করেও চোখের সমস্যা মেটেনি সাকিবের!

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ওয়ানডে বিশ্বকাপ থেকে ভুগছিলেন চোখের সমস্যায়। দেরি না করে ভারতেই বিশ্বকাপ চলাকালীন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো শুরু করেন সাকিব আল হাসান, কিন্তু কাজ হয়নি। বিশ্বকাপের পর শুরু হয় নির্বাচনী ব্যস্ততা। নির্বাচন শেষ হতেই উড়াল দেন লন্ডনে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পরও সমস্যা মেটেনি। বিপিএলের প্রথম দিন মাঠে নেমেই বুঝতে পারেন সমস্যা আরও জটিল হচ্ছে। শনিবার ম্যাচ শেষ হতে ফ্র্যাঞ্চাইজিসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের জানান, চোখের সমস্যার কথা। ঝুঁকি এড়াতে ক্রিকেট বোর্ড তড়িঘড়ি করে সাকিবকে পাঠিয়েছে সিঙ্গাপুরে। রোববার দুপুর ১টায় উড়াল দেন সাকিব। সেখানে আবারও দেখাবেন বিশেষজ্ঞ ডাক্তার। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। মূলত ভারত ও লন্ডনের রিপোর্টে অমিল থাকায় সাকিবকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। সিঙ্গাপুরে পরীক্ষা-নিরীক্ষার পরই কোন পথে সাকিবের চিকিৎসা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। চিকিৎসার ধরন সিঙ্গাপুরের রিপোর্টের ওপর নির্ভর করছে অবগত করে মেডিকেল বিভাগ জানায়, 'এখন দেখা যাক সিঙ্গাপুরের রিপোর্টে কী আসে। দুয়েক দিনের মধ্যে এটা আসবে। এরপর দেশি চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে সবগুলো রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু খেলা না, এটি তার জীবনেরও ব্যাপার।' বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে সাকিব বুঝতে পারেন চোখে সমস্যা হচ্ছে। প্রথম ম্যাচে ব্যাট হাতে ৩ বলে ২ রান করেন। খালেদ আহমেদের গতিতে পরাস্ত হয়ে বোল্ড হন রংপুরের এই অলরাউন্ডার। বল হাতে ছিলেন দুর্দান্ত। ১৬ রানে নেন ২ উইকেট। গতবার সাকিব খেলছিলেন ফরচুন বরিশালে। এবার আসেন রংপুরে। অনুশীলনের প্রথম দিন থেকেই হাজির ছিলেন মাঠে। চশমা পরে প্রস্তুতি নিতে দেখা যায় তাকে। কিন্তু এক ম্যাচ না হতেই আপাতত যেতে হচ্ছে চিকিৎসার বিরতিতে। এর আগে বরিশালের সঙ্গে হারের পর রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, চোখ নিয়ে সংগ্রাম করছেন সাকিব, 'আমার কাছে মনে হয় উনি চোখে ওই জায়গা থেকে স্ট্রাগল করছে শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে। সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।' সিলেটের বিপক্ষে পরের ম্যাচে পাওয়া যাবে না সাকিবকে, এক প্রকার নিশ্চিত। কবে দেখা যাবে তাও নির্ভর করছে সাকিবের চোখের অবস্থার ওপর। সিলেট পর্বে ২৬ ও ২৭ জানুয়ারি পরপর দু'দিন ম্যাচ আছে রংপুরের। সাকিব সিলেট পর্বের শুরুর দিকেও থাকবেন অনিশ্চিত। ঢাকা পর্বে রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আগামী মঙ্গলবার। সেই ম্যাচে সাকিব থাকবেন না, সেটা এক প্রকার নিশ্চিতই। সাকিবের মতো একজন খেলোয়াড় না থাকলে প্রতিপক্ষ সিলেটের জন্য তা স্বস্তির বলে মনে করেন জাকির হাসান। সিলেটের এই টপ অর্ডার ব্যাটার বলেন, 'সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার না থাকলে একটু তো আমাদের জন্য স্বস্তিরই। কিন্তু এখনো আমাদের ভালো খেলতে হবে। যেই টিম হোক না কেন, যেই খেলোয়াড় হোক না কেন তাদের বিপক্ষে ভালো খেলতে হবে যদি জিততে হয়।' এদিকে সিলেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যেমনই পারফর্ম করুক, মাঠে তার উপস্থিতিই দলের জন্য বড় কিছু বলে মনে করেন জাকির, 'আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে তার মাঠে থাকাটাই আমাদের জন্য বেশি অনুপ্রেরণার। কারণ তিনি থাকলে অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায়। তা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।' গত বছর বিপিএলে ভালো পারফর্ম করেছিলেন জাকির। এবারো ৭০ রানের ইনিংস দিয়ে আসর শুরু করেছেন তিনি। এই ধারাবাহিকতা নিয়ে জাকির বলছিলেন, 'শুধু টি২০ না, সব ফরম্যাটে চেষ্টা করছি নিজেকে মেলে ধরার মানে পারফর্ম করার চেষ্টা করছি। যেই সময় যেই পরিস্থিতি আসছে সেটা চেষ্টা করছি এডাপ্ট করার।'