ফ্রান্সের চেয়ে সৌদি লিগ প্রতিযোগিতামূলক

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সৌদি আরবের ঘরোয়া ফুটবলে নাম লেখানোর পর থেকে এর স্তুতি শোনা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর কণ্ঠে। প্রয়োজনে ইউরোপিয়ান লিগগুলোর সঙ্গে তুলনা করতেও ছাড়ছেন না। সর্বশেষ তেমনই এক মন্তব্যে বলেছেন, ফরাসি লিগ ওয়ান থেকে আরও প্রতিযোগিতামূলক সৌদি প্রো লিগ! এভাবে দূতিয়ালি করার কারণ তো অবশ্যই আছে। গত জানুয়ারিতে লোভনীয় সব প্রস্তাবে আল নাসরে নাম লেখান তিনি। পর্তুগিজ তারকার আকস্মিক সিদ্ধান্ত জন্ম দেয় নানা আলোচনার। কারণ ফুটবলের কোনো বড় তারকা সৌদি লিগে নাম লিখিয়েছেন প্রথমবার। তারপর থেকে রোনালদো সৌদি লিগের পক্ষেই কথা বলেছেন। দুবাইয়ে গেস্নাবাল সকার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী পর্তুগিজ যুবরাজ বলেছেন, 'আমার মনে হয় ফরাসি চ্যাম্পিয়নশিপ থেকে এতটা খারাপ নয় সৌদি চ্যাম্পিয়নশিপ। আমার কাছে এটা আরও প্রতিযোগিতামূলক।' কিশ্চিয়ানো রোনালদো যেভাবে পথ দেখিয়েছেন তাকে অনুসরণ করেছেন নেইমার-বেনজেমার মতো বড় তারকারাও।