চলতি আফ্রিকা কাপ অব নেশন্সে বড় চোট ধাক্কা খেল মিশর। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দুই ম্যাচের জন্য ছিটকে গেছেন প্রাণভোমরা ও দলটির অধিনায়ক মোহাম্মদ সালাহ। মিশর দুঃসংবাদ শুনলেও শেষ ষোলো নিশ্চিত হয়েছে সেনেগাল ও কেপ ভার্দের। মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, মিশর কোয়ার্টার ফাইনালে যেতে না পারলে লিভারপুল তারকা সালাহর আপাতত ফেরার সম্ভাবনা নেই।
ঘানার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটিতে ৩১ বছর বয়সি ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। চোটের কারণে সোমবার কেপ ভার্দের বিপক্ষে গ্রম্নপ পর্বের শেষ ম্যাচে তার খেলা হবে না। শেষ ষোলোতে মিশর কোয়ালিফাই করলে সেটাতেও বাইরে থাকবেন তিনি।
শুরুর দুই ম্যাচে ড্র করায় গ্রম্নপ 'বি' থেকে মিশরকে পরের পর্বে যেতে কেপ ভার্দের বিপক্ষে জিততে হবে। শেষ ষোলোর ম্যাচটা হবে ২৮ জানুয়ারি। তৃতীয় সেরা দল হিসেবেও তাদের কোয়ালিফাই করার সুযোগ আছে। এই অবস্থায় মিশরের হয়ে সালাহ খেলতে পারবেন যদি তার দল কোয়ার্টার ফাইনালে যেতে পারে। সেটার সম্ভাব্য তারিখ হতে পারে ২ কিংবা ৩ ফেব্রম্নয়ারি।
এদিকে ক্যামেরুনকে ৩-১ সেনেগাল গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে। বর্তমান চ্যাম্পিয়নদের শুরুতে এগিয়ে দেন ইসমালিয়া সার। ব্যবধান বাড়াতে অবদান রাখেন হাবিব দিয়ালো। প্রতিপক্ষের হয়ে জন চার্লস কাস্তেলেটো একটি গোল শোধ দিলেও তৃতীয় গোলে সেনেগালের জয় সুনিশ্চিত করেন সাদিও মানে।