শেষ আটে বার্সেলোনা

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বসুন্ধরা স্পোর্টস কমপেস্নক্সে শুক্রবার বিপিএলের অনুশীলনে রংপুর রাইডার্সের অলরাউন্ডার সাকিব আল হাসান -ওয়েবসাইট
নামে-ভারে কিংবা শক্তি-সামর্থ্যে, দুই দলের মাঝে পার্থক্য অনেক। তবে, বল মাঠে গড়াতেই তা যেন ভুলিয়ে দিতে চাইল তৃতীয় স্তরের দল ইউনিয়নিস্তাস দে সালামানকার। চমৎকার এক গোলে এগিয়েও যায় উজ্জীবিত দলটি। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার ৩-১ গোলে জিতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে জাভি হার্নান্দেসের দল। আলভারো গোমেসের গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর সমতা টানেন ফেররান তরেস। তাদের পরের গোল দুটি করেন জুল কুন্দে ও আলেহান্দ্রো বালেদ। চলতি মৌসুমে খুব একটা ভালো সময় কাটছে না বার্সেলোনার। দলটিকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে পারফরম্যান্সের অধারাবাহিকতা। গত রোববার যেমন তারা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে উড়ে গেছে ৪-১ গোলে। তাতে বিশেষ করে কোচ জাভির দিকে ধেয়ে আসছে সমালোচনার তীর। তাই পুঁচকে ইউনিয়নিস্তাসের বিপক্ষে শেষ পর্যন্ত জয় মিললেও, বার্সেলোনার পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। তারকা ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি এবং গুরুত্বপূর্ণ দুই মিডফিল্ডার পেদ্রি ও ইলকাই গিনদোয়ানকে বেঞ্চে রেখে নামা দলটি ম্যাচ শুরু হতেই গোল খেতে বসেছিল। প্রথম মিনিটে নিজেদের অর্ধে ফাউল করে বসে তারা। এরপর ফ্রি কিকে বল ধরে ক্ষিপ্র গতিতে আক্রমণে উঠে বক্সের বাইরে থেকে জোরাল শট নেন মারিও লোসাদা। পোস্ট ঘেঁষে বল বাইরে চলে গেলে হাফ ছাড়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর অবশ্য দ্রম্নতই নিজেদের গুছিয়ে নেয় বার্সেলোনা। একচেটিয়া বল দখলে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে তারা; কিন্তু পাচ্ছিল না জালের দেখা। এর মাঝেই ৩১তম মিনিটে অসাধারণ এক গোলে বার্সেলোনাকে স্তম্ভিত করে দেয় স্বাগতিকরা। বাঁ দিকের সাইডলাইন থেকে সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে ডান পায়ের দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার গোমেস। ৪৪তম মিনিটে বার্সেলোনার রক্ষণে ফের ভীতি ছড়ায় ইউনিয়নিস্তাস। এবার অবশ্য হোর্হে রাস্ত্রোহোর শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক ইনাকি পেনা।