সপ্তাহজুড়ে দারুণ ফর্মে থাকা নটিংহ্যাম ফরেস্ট ও এভারটন এফএ কাপের চতুর্থ রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক আইন ভঙ্গের কারণে পয়েন্ট হারানোর শঙ্কায় আছে দল দু'টি। কিন্তু তৃতীয় টায়ারের ক্লাব বস্ন্যাকপুলের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয়ী হয়ে নিজেদের টিকিয়ে রেখেছে ফরেস্ট। অন্যদিকে তৃতীয় রাউন্ডের রিপেস্নর আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারায় এভারটন।
ভীষণ দুশ্চিন্তার মধ্যে এই জয় ছিল ফরেস্ট ও এভারটনের জন্য কিছুটা হলেও স্বস্তির। সোমবার তাদের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগরূপ্রমিয়ার লিগের স্বাধীন কমিশনের কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে। ২০২২-২৩ মৌসুমে লভ্যাংশ ও স্থায়িত্ব আইন সম্পর্কিত ধারা ভঙ্গের দায়ে ফরেস্ট ও এভারটনকে সম্ভাব্য শাস্তির মুখে পড়তে হতে পারে। বর্তমানে প্রিমিয়ার লিগে উভয় দলই রেলিগেশনের সঙ্গে লড়াই করছে।