গত বছরের জুলাইয়ে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। মূলত আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে 'শতভাগ ফিট নই, তবুও খেলব' মন্তব্যের কারণে চরম বিতর্কে পড়েছিলেন তিনি। গুঞ্জন রয়েছে এমন মন্তব্য তার বিশ্বকাপ দলে না থাকার পেছনেও ভূমিকা রেখেছে!
তামিম বারবারই বলে আসছিলেন কোনো ক্রিকেটারই নিজেকে শতভাগ ফিট দাবি করতে পারবেন না। এবার বিপিএল শুরুর আগমুহূর্তে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। দেশসেরা এই ওপেনারের দাবি, ইনজুরি নিয়ে খেলা মোটেও প্রতারণা নয়।
ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের ক্রিকেট থেকে দূরে ছিলেন তামিম। সেই নীরবতা ভেঙে বিপিএলের দশম আসর দিয়ে বাইশ গজে ফিরছেন টাইগারদের সাবেক এ অধিনায়ক।
শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে বিপিএলের গ্রম্নপ পর্বের ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (পিকেএসপি) অনুশীলন করছে তামিমের দল ফরচুন বরিশাল। সেখানেই বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে কথা বলেন তামিম।
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, 'ইনজুরি এমন একটা জিনিস, এখনো বলব, পৃথিবীতে কোনো ক্রিকেটার বা খেলোয়াড় বলতে পারবে না সে শতভাগ ফিট। ৯০ শতাংশ ফিট থাকে, ৭০-৮০ শতাংশ ফিট থাকে। সবার কম বেশি চোট থাকে। তার মানে এটা না যে সে খেলবে না। আমাদের বিষয়ও একই। রিয়াদ ভাই মাত্র চোট থেকে ফিরেছেন। যদি প্রস্তুত থাকেন, মনে করেন খেলতে পারবেন, অবশ্যই খেলবেন।'
এর আগে বিশ্বকাপের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউলস্নাহ রিয়াদ। এরপর দেশে ফেরার পর ছিলেন বিশ্রামে, যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলা হয়নি।
মাহমুদউলস্নাহর ইনজুরি নিয়ে তিনি বলেন, 'উনি ইনজুরি থেকে রিকভার করছেন। একটু তো সমস্যা থাকেই। এ মুহূর্তে ভালো আছেন। আমরা যতটুকু পারি রেস্ট দিয়ে ফ্রেশ রাখার চেষ্টা করছি। আজ ট্রেনিং না করলেও কাল করবেন। প্রথম ম্যাচে এভেইলেবল থাকবেন আশা করছি।'
ইনজুরি নিয়ে খেলা দলের সঙ্গে প্রতারণা কি না এমন প্রশ্নে তামিমের জবাব, 'না (চিট করা হবে না)। আমার কাছে মনে হয় না সেটা। আমি আবারো বলব, কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যান বলতে পারবে না যে আমি একশ ভাগ ফিট। নাইন্টি পারসেন্ট ফিট থাকে, সেভেন্টি-এইটি পারসেন্ট ফিট থাকে। কিছু না কিছু সবার কম বেশি নিগেলস থাকে। তার মানে এটা না যে সে খেলবে না।'
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, 'খুব তাড়াতাড়িই আপনারা জানতে পারবেন। হয়তো বিপিএলের মধ্যেই জানতে পারবেন।'
সাবেক টাইগার দলপতির মতে, 'এই তিন মাসেও (গত সেপ্টেম্বর থেকে) খুব বেশি অনুশীলনও করা হয়নি। শেষ দুই আড়াই সপ্তাহ ধরে ব্যাট করছি। দিন দিন ভালো আছি, একটু রেস্টিনেস আছে। আমি নিশ্চিত বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুটু করা সম্ভব, সবই করছি।'
বাংলাদেশ ক্রিকেটে এখন রাজনীতির হওয়া বইছে। ক্রিকেটে সক্রিয় থাকা অবস্থায় রাজনীতিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। ম্যাশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়েছিলেন, এবারও নির্বাচিত হয়েছেন তিনি। সাকিব এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে মাগুরা-১ আসন থেকে এমপি হয়েছেন। তাদের মতো আরেক টাইগার ক্রিকেটার তামিম ইকবালকেও অদূর ভবিষ্যতে রাজনীতিতে দেখা যেতে পারে।
সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্ন করা হয়, তিনিও কি মাশরাফি-সাকিবের মতো রাজনীতিতে আসবেন কি না। জবাবটা একটু ঘুরিয়ে-ফিরিয়ে দেন বাংলাদেশ ওপেনার। তিনি বলেন, 'ভাই, এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি না বললাম। পরে দেখা গেল ১০ বছর হলো, তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি না বলেছিলাম।'
ড্যাশিং ওপেনার যোগ করেন, 'কখনোই কোনো কিছুকে না বলা ঠিক না। তবে এই মুহূর্তে (রাজনীতি নিয়ে) আমার কোনো পরিকল্পনা নেই।'
রাজনীতি নিয়ে তামিমের আপাতত কোনো পরিকল্পনা না থাকলেও সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিলেন না তিনি।
সংসদ সদস্য হয়েই এর মধ্যেই বিসিবির সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন সাকিব। তামিমের এমন কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে টাইগার এই ওপেনার বলেন, 'আমার এই সবে কোনো কিছু মনে হয় না। ইউ নেভার নো, ফিউচার আপনাকে কোন জায়গায় নিয়ে যায়। যদি আলস্নাহ আমার কপালে ওই রকম কিছু লিখে রাখেন, সেটা অটোমেটিক্যালি হবে। ওইটা আমি জোর করে চেয়ে নিতে পারব না।'
সাকিব ও মাশরাফিকে তামিম অভিনন্দন জানিয়েছেন কি না বা দেখা হলে জানাবেন কিনা; এমন এক প্রশ্নের জবাবে তামিম বলেন, 'আমার সঙ্গে এখনো দুজনের কারোরই দেখা হয়নি। যদি দেখা হয়, অবশ্যই কথা তো হবেই। তখন দেখা যাক কি হয়।'