শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ধোনির বিরুদ্ধে মানহানির মামলা

ক্রীড়া ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
মহেন্দ্র সিং ধোনি

এর আগে মহেন্দ্র সিং ধোনিকে বোধহয় এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। ব্যবসায়িক কারণে আদালতের চক্করে পড়তে হলো সাবেক ভারতীয় অধিনায়ককে। তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন দুই সাবেক ব্যবসায়ী অংশীদার মিহির দিবাকর ও তার স্ত্রী সৌম্য দাস। তাদের আগে অবশ্য ধোনি এই দুজনের বিরুদ্ধে ১৫ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছিলেন।

আর ওই ঘটনার পর মিহির দিবাকর ও তার স্ত্রী দ্বারস্থ হন দিলিস্ন হাইকোর্টের। কারণ ধোনির করা অভিযোগে বিভিন্ন সামাজিক মাধ্যম ও মিডিয়া হাউজের তরফ থেকে আলোচিত হচ্ছেন। যার সমাধানে এসব বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞা ও ধোনির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। ধোনির বিরুদ্ধে মানহানির মামলার শুনানি হবে আজ ১৮ জানুয়ারি।

তাদের কথা ধোনির ১৫ কোটি রুপির এই প্রতারণার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ধোনি যাতে এই ধরনের কোনো অভিযোগ মন্তব্য করতে না পারেন, তার জন্য কোর্টের কাছে আবেদন করেছেন তারা। কারণ এর মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে বলে দাবি করা হয়েছে। দিবাকর ও সৌম্য মূলত আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির দুই কর্ণধার। তাদের বিরুদ্ধে রাঁচির নিম্ন আদালতে ধোনি প্রতারণার মামলাটি করেছিলেন।

ধোনির আইনজীবী দয়ানন্দ সিংহ জানিয়েছেন, ২০১৭ সালে অভিযুক্ত ওই দুইজন ভারতে ও ভারতের বাইরে ধোনির নাম ব্যবহার করে ক্রিকেট অ্যাকাডেমি করার প্রস্তাব দিয়ে চুক্তি সই করেন। চুক্তি অনুসারে ধোনির ফ্র্যাঞ্চাইজ ফি এবং লভ্যাংশ পাওয়ার কথা ৭০-৩০। কিন্তু পরে দেখা গেল অভিযুক্তরা ধোনিকে না জানিয়ে এবং কোনো অর্থ না দিয়েই অ্যাকাডেমি করতে থাকে। চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল আর্কা স্পোর্টসের। চুক্তি অনুযায়ী তারা টাকা পরিশোধ করেনি।

শুরুতে লিগ্যাল নোটিশ দিয়ে বিষয়টি সমাধান করতে চেয়েছিলেন ধোনি। কিন্তু কোনো জবাব পাননি। তার পর ২০২১ সালের ১৫ আগস্ট চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তার পরেও অভিযুক্তরা একই কাজ করে আসছিল ধোনির নাম ব্যবহার করে। ধোনির আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী চুক্তি ভঙ্গ করায় দুবার লিগ্যাল নোটিশ দেন তারা। তাতেও কাজ না হলে শেষ পর্যন্ত ১৫ কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার। যাতে ধোনি আর্থিকভাবে ১৫ কোটি রুপির মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধোনি এই ঘটনায় তার পর মামলা করেন গত ২৭ অক্টোবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে