ভিনিসিয়াসের রেকর্ড

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সাত নম্বর জার্সি পরে সপ্তম মিনিটেই গোল, এরপর উদ্‌যাপন, স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সবকিছুতেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে মনে করিয়ে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে তিন গোল করে একটি রেকর্ডে তিনি স্পর্শ করেছেন অন্য রোনালদোকে, তার পূর্বসূরি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে। হ্যাটট্রিকের আরেকটি কীর্তিতে তো ভিনিসিয়াস জুনিয়রই প্রথম! স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোববার রিয়াল মাদ্রিদের ৪-১ গোলের জয়ের ৩৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়াস। তাতে অনন্য এক কীর্তি গড়া হয়ে যায় তার। রিয়াল মাদ্রিদের জার্সিতে যুগে যুগে মাঠ মাতিয়েছেন তো ব্রাজিলের কত কত ফুটবলার। তবে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে তিন গোল করতে পারেননি তাদের কেউই! চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে হ্যাটট্রিক করা প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াসই। বার্সেলোনার হয়ে রিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করার স্বাদ পেয়েছেন ব্রাজিলের দু'জন। ১৯৫৮ সালে হ্যাটট্রিক করেন এভারিস্তো দে মাসেদো ফিলহো। তার ওই হ্যাটট্রিকের হাত ধরে ছয় বছরের মধ্যে প্রথমবার লা লিগা জয়ের স্বাদ পায় বার্সেলোনা।