বিশ্বকাপ মাথায় রেখে বিপিএলে ফিট থাকাই শরিফুলের লক্ষ্য
আসন্ন বিপিএলে নতুন মালিকানাধীন দল ঢাকা। গেলবারের নাম পরিবর্তন হয়ে এবারের নাম দাঁড়িয়েছে দুর্দান্ত ঢাকা। বিপিএলের তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা গতবার ছিল না তলানির দল হয়ে। বিদেশি তেমন তারকা ক্রিকেটার নেই দলটিতে।
প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
গত ক'মাস দারুণ কেটেছে শরিফুল ইসলামের। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণেই আলো ছড়িয়ে দারুণ ছন্দে আছেন তিনি। স্বাভাবিকভাবে বিপিএলে তাকে নিয়ে আগ্রহ অনেকের। তবে বিপিএলেও শরিফুলের মাথায় ঘুরছে জাতীয় দলের ভাবনা। এই আসরে খেলার সময় ফিট থাকাকে সবচেয়ে গুরুত্ব দেবেন তিনি।
২০২৩ সালে তিন সংস্করণ মিলিয়ে ৫২ উইকেট নিয়েছেন শরিফুল। এবাদত হোসেন ও তাসকিন আহমেদের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে সামলেছেন পেস বোলিং আক্রমণের নেতৃত্ব। নিউজিল্যান্ড থেকে ফিরে সপ্তাহখানেকের বিশ্রাম পেয়েছিলেন তিনি। ফুরফুরে হয়ে গতকাল সোমবার থেকে নামেন অনুশীলনে। শরিফুল এবার বিপিএলে খেলবেন দুর্দান্ত ঢাকার হয়ে।
আসন্ন বিপিএলে নতুন মালিকানাধীন দল ঢাকা। গেলবারের নাম পরিবর্তন হয়ে এবারের নাম দাঁড়িয়েছে দুর্দান্ত ঢাকা। বিপিএলের তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা গতবার ছিল না তলানির দল হয়ে। এবারও কাগজে-কলমে খুব একটা শক্তিশালী দল হয়ে ওঠেনি ঢাকা। বিদেশি তেমন তারকা ক্রিকেটার নেই দলটিতে। তবে নিজেদের প্রস্তুতিতে ঘাটতি রাখছে নারাজ তারা।
ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে নিজেকে নিংড়ে দেওয়ার তাড়না থাকে বেশিরভাগ ক্রিকেটারেরই। তবে চলতি বছর টি২০ বিশ্বকাপ থাকায় ফিটনেস চিন্তা পেয়ে বসেছে তাকে। খেলতে চান সতর্ক থেকে, 'গত বছরটা আমার খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬-৭ মাস। নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ছন্দ ধরে রাখার। যতটা ফিট থেকে খেলা যায়, সে চেষ্টাও থাকবে। কারণ সামনে দেশের হয়ে অনেক খেলা আছে। এটাই আমার মূল লক্ষ্য।'
টি২০ বিশ্বকাপের বছর হওয়ায় এবারের বিপিএলে স্কিলের দিক থেকে ধার বাড়ানোর মিশনও। বিপিএলে ছন্দ দেখিয়ে তাই বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করতে চান তিনি, 'বিপিএল অবশ্যই অনেকটা সাহায্য করবে। যেহেতু সামনে টি২০ বিশ্বকাপ। আমাদের এটিই (মূল) টি২০ টুর্নামেন্ট। সবাই চাইবে নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে, আর নতুন কিছু করতে। এটা বিশ্বকাপেও আমাকে সাহায্য করবে।'
শরিফুল যে দলের হয়ে বিপিএল খেলবেন কাগজে-কলমে তাদের তলানির দলই বলতে হয়। দেশি-বিদেশি বড় তারকার সমাবেশ না থাকার পরও একদম হতাশ নন শরিফুলরা, 'আমাদের প্রথম লক্ষ্য থাকবে চারে ওঠা। সুপার ফোরে (পেস্নঅফে) উঠতে পারলে আমরা ফাইনালের চিন্তা করব। আমাদের দলে আমি আছি, সৈকত (মোসাদ্দেক হোসেন) ভাই আছে, তাসকিন ভাই আছে, ইরফান শুক্কুর ভাই আছে, সাইফ হাসান আছে, নাঈম শেখ আছে; দেশি পেস্নয়াররা আমরা যদি ভালো করি, কিছু কিছু ম্যাচে উইনিং পারফরম্যান্স করি, তাহলে আমরা ভালো করব।'
কাগজে-কলমে ঢাকার দলটা খুব একটা তারকানির্ভর নয়। তবে যে দলই আছে সেটি নিয়েই লড়াই করতে চান শরিফুল, 'আলহামদুলিলস্নাহ টিম ভালোই আছে। এখন তো অলরেডি ড্রাফট সব শেষ, আলহামদিলস্নাহ খুব ভালো হয়েছে। যা আছে এটা নিয়েই লড়াই করতে হবে। চেষ্টা করব এই দল নিয়েই ভালো কিছু করার।'